Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
তেলিয়াপাড়া চা বাগান সংলগ্ন মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ, মাধবপুর
বিস্তারিত

মহান মুক্তিযুদ্ধে হবিগঞ্জ জেলার ভূমিকা অবিস্মরণীয়। কেননা মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি মেজর জেনারেল এম এ রব, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত কমান্ডেন্ট মানিক চৌধুরী, অন্যতম সেক্টর কমান্ডার সি আর দত্ত বীর উত্তম, একুশে পদকপ্রাপ্ত ভাষাসৈনিক এনামুল হক মোস্তফা শহীদ ও স্বাধীনতাপদক প্রাপ্ত সাবেক অর্থ মন্ত্রী শাহ্ এ এস এম কিবরিয়া এ জেলারই কৃতি সন্তান। এ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা বাগানের ডাকবাংলোতে মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি মেজর জেনারেল আতাউল গনি ওসমানি ৪ এপ্রিল ১৯৭১ সালে ২য় ও ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অফিসারদের নিয়ে প্রাথমিকভাবে সমগ্র দেশকে ৪টি সেক্টরে বিভাজন করেন, যা পরবর্তীতে মুক্তিযুদ্ধে কৌশলগত পরিচালনায় ব্যাপক ভূমিকা রাখে। এই ঐতিহাসিক ঘটনার স্বাক্ষীস্বরূপ এখানে নির্মিত হয়েছে স্মৃতিস্তম্ভ। পরবর্তীতে জেলা পরিষদ, হবিগঞ্জ কর্তৃক এই স্মৃতিস্তম্ভের ব্যাপক সংস্কার কাজ করার ফলে এটি দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।