সার্কিট হাউস
পটভূমিঃ
সুলতান মাহমুদপুর মৌজার ১ নং খতিয়ানভুক্ত জে.এল. নং ১৭. দাগ নং ১৫৬০৩, জমির পরিমাণ ১.৫০৮৪ এবং দাগ নং ১৫৬০৫, জমির পরিমাণ .৪২০৮ মোট জমির পরিমাণ- ১.৯৩ একর জায়গার উপর পুরাতন সার্কিট হাউজটি হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পার্শ্বে শহরের মধ্যবর্তী স্থানে স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৯২ইং সনে মনোরম পরিবেশে একটি দ্বিতল বিল্ডিং স্থাপিত হয়। তৎপরবর্তীতে ১৯৯৮ইং সন হতে টিনের ছাউনিযুক্ত পুরাতন সার্কিট হাউজের ঘরটিকে ‘‘অবকাশ’’ নামক অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ পার্শ্বের পূর্ব কোণায় গাড়ি রাখার জন্য গ্যারেজ আছে।
যোগাযোগঃ
ঢাকা হবিগঞ্জ সড়কের ১৯৫ কি.মি. বাস যোগাযোগ রয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ পর্যন্ত সড়ক ও রেলপথ যোযোগ আছে এবং শায়েস্তাগঞ্জ হতে ১৪ কি.মি. সড়ক যোগাযোগ আছে। সার্কিট হাউজের পার্শ্বে জেলা পরিষদ, হবিগঞ্জ সদর থানা ও গনপূর্ত অফিস রয়েছে।
আবাসন সুবিধা ও রুম ভাড়াঃ
মোট শয়ন কক্ষ ৭টি । ০৪ টি ভিআইপি কক্ষ ও ১টি অভ্যর্থনা কক্ষ আছে। প্রতি সিটের রুমভাড়া ২০ (বিশ)টাকা হারে আদায় করা হয়। নিচতলায় একটি লাউঞ্জে কনফারেন্স রুমে ১০০ (একশত) লোক নিয়ে সভা করার সুবিধা রয়েছে।
যোগাযোগ:
জনাব জামাল উদ্দিন
নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)
মোবাইল: ০১৭৬৬১১৯৬০০
টেলিফোন: ০২৯৯৬৬০৬৩০৬ (অফিস);
এনডিসি এর ছুটি কালীন দায়িত্ব পালন করবেন:
জনাব নাসিম হাসান
সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট
মোবাইল: ০১৭৩০৩৩১১৩১
কাজল কুমার দাশ
জেলা নাজির
মোবাইল: ০১৭৪৩-৯০০৩৫০
টেলিফোন: ০২৯৯৬৬০৫৩৩২
সার্কিট হাউজ:
অভ্যর্থনা: ০৮৩১-৬২২২৪
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস