চিরসবুজ চায়ের বাগান আর দিগন্তজোড়া হাওরে বেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক বিচিত্র লীলাভূমি হবিগঞ্জ। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপা নদী, হাওর-বাওড়, টিলা ও বিস্তীর্ণ সমতলভূমি, সুদৃশ্য মনোরম চা-বাগান, রাবার বাগান, প্রাকৃতিক গ্যাস-এর প্রাচুর্যময় প্রাকৃতিক নৈসর্গ ঘেরা বহুমাত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। ‘একটি কুড়ি দুটি পাতা’র চা বাগান সমৃদ্ধ হবিগঞ্জ জেলা ধর্মীয় ও মুক্তিযুদ্ধের ভাবগাম্ভীর্যের নিরীখেও একটি অত্যন্ত পবিত্র স্থান। হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর আর বাহুবল উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির বৈচিত্রময় জীবনযাপন এবং স্বতন্ত্র সংস্কৃতি এই জেলার পরিচিতিকে দিয়েছে ভিন্নমাত্রা। সবমিলিয়ে হবিগঞ্জ জেলা যেন ক্ষুদ্র পরিসরে একখন্ড বাংলাদেশ।
হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলার আয়তন: ২৬৩৬.৫৮ বর্গ কিমি। অবস্থান: ২৩°৫৮´ থেকে ২৪°৪২´ উত্তর অক্ষাংশ এবং ৯১°০৯´ থেকে ৯১°৪০´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে সুনামগঞ্জ জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মৌলভীবাজার ও সিলেট জেলা, পশ্চিমে ব্রাহ্মণবাড়ীয়া ও কিশোরগঞ্জ জেলা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস