Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মানচিত্রে জেলা

চিরসবুজ চায়ের বাগান আর দিগন্তজোড়া হাওরে বেষ্টিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের এক বিচিত্র লীলাভূমি হবিগঞ্জ। বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত এই জেলা প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপা নদী, হাওর-বাওড়, টিলা ও বিস্তীর্ণ সমতলভূমি, সুদৃশ্য মনোরম চা-বাগান, রাবার বাগান, প্রাকৃতিক গ্যাস-এর প্রাচুর্যময় প্রাকৃতিক নৈসর্গ ঘেরা বহুমাত্রিক বৈশিষ্ট্যের অধিকারী। ‘একটি কুড়ি দুটি পাতা’র চা বাগান সমৃদ্ধ হবিগঞ্জ জেলা ধর্মীয় ও মুক্তিযুদ্ধের ভাবগাম্ভীর্যের নিরীখেও একটি অত্যন্ত পবিত্র স্থান। হবিগঞ্জের চুনারুঘাট, মাধবপুর আর বাহুবল উপজেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠির বৈচিত্রময় জীবনযাপন এবং স্বতন্ত্র সংস্কৃতি এই জেলার পরিচিতিকে দিয়েছে ভিন্নমাত্রা। সবমিলিয়ে হবিগঞ্জ জেলা যেন ক্ষুদ্র পরিসরে একখন্ড বাংলাদেশ।

হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এই জেলার  আয়তন: ২৬৩৬.৫৮ বর্গ কিমি। অবস্থান: ২৩°৫৮´ থেকে ২৪°৪২´ উত্তর অক্ষাংশ এবং ৯১°০৯´  থেকে ৯১°৪০´  পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে সুনামগঞ্জ জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পূর্বে মৌলভীবাজার ও সিলেট জেলা, পশ্চিমে ব্রাহ্মণবাড়ীয়া ও কিশোরগঞ্জ জেলা।