১৮৭৪ সাল থেকে হবিগঞ্জ মহকুমা সিলেট জেলার অন্তর্ভুক্ত ছিল। ... যোগাযোগ ব্যবস্থা: পাকা রাস্তা (৩২১ কিলোমিটার), আধা-পাকা ২০৫ কিমি এবং ১৫৯২ কিমি কাঁচা রাস্তা); রেলওয়ে ১৭০ কিমি। ... প্রধান রপ্তানি পন্য গুলি হল ধান, মাছ, চিংড়ি, ব্যাঙ এর পা, শুকনো মাছ, চা, পান পাতা, গুড়, রবার, বাঁশ, প্রাকৃতিক গ্যাস, তেল এবং টেক্সটাইল।হবিগঞ্জ জেলা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিলেট বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। ১৯৮৪ সালে হবিগঞ্জকে জেলায় রূপান্তর করা হয়। এর আগে ১৮৭৪ সাল থেকে হবিগঞ্জ মহকুমা সিলেট জেলার অন্তর্ভুক্ত ছিল। পরিচ্ছেদসমূহ
ভৌগোলিক সীমানা২৪.৩৭৫০° N ৯১.৪১৬৭° E এ হবিগঞ্জ অবস্থিত। এর আয়তন ২,৬৩৬.৫৮ বর্গ কিলোমিটার। হবিগঞ্জ জেলার উত্তরে সুনামগঞ্জ জেলা, দক্ষিণে ভারতের ত্রিপুরা রাজ্য, পুর্বে সিলেট জেলা ও মৌলভীবাজার জেলা এবং পশ্চিমে ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কিশোরগঞ্জ জেলা। প্রশাসনিক এলাকাসমূহহবিগঞ্জ জেলায় অন্তর্ভুক্ত রয়েছে ৮টি উপজেলা, ৬টি মিউনিসিপ্যালিটি, ৩৬টি ওয়ার্ড, ১২৪টি মহল্লা, ৭৭টি ইউনিয়ন পরিষদ, ১২৪১টি মৌজা এবং ২০৯৩টি গ্রাম। বাংলাদেশে হবিগঞ্জ জেলার অবস্থান |
|
স্থানাঙ্ক: ২৪.০৬° উত্তর ৯১.২৫° পূর্বস্থানাঙ্ক: ২৪.০৬° উত্তর ৯১.২৫° পূর্ব | | |
দেশ | বাংলাদেশ |
---|---|
বিভাগ | সিলেট বিভাগ |
আয়তন | |
• মোট | ২৬৩৬.৫৮ কিমি২ (১০১৭.৯৯ বর্গমাইল) |
জনসংখ্যা (2011) | |
• মোট | ১৮,৩০,৫৫৮[১] |
স্বাক্ষরতার হার | |
• মোট | ৪৫% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | জেলা প্রশাসনের ওয়েবসাইট |
যোগাযোগ ব্যবস্থাঃ
১.সড়ক পথ
২.রেলপথ
সড়কপথে যোগাযোগের বিবরণঃ
সায়েদাবাদ বাস স্টেশন, ঢাকা থেকে হবিগঞ্জ এর উদ্দেশ্যে দুরপাল্লার বাসসমুহ ছেড়ে যায়। নিম্নে ঢাকা-হবিগঞ্জ রুটে চলাচলকারী পরিবহন সংস্থা গুলোর বিবরণ দেয়া হলঃ
হবিগঞ্জ বাস মালিক সমিতি |
৫৩৩৫৬ / ৫২৩৭২ |
|
ভাড়া |
দিগন্ত পরিবহণ |
৫২৮৭৩ / ৫২০৪০ |
|
এসি ২৫০ টাকা নন এসি ২০০ টাকা |
অগ্রদূত পরিবহণ |
৫২৩৫১ |
|
|
বিছমিল্লাহ পরিবহণ |
৫২৩৭১ |
৫২২৩৫ |
|
পরিবহণ শ্রমিক ইউনিয়ন |
৫৩৩২৫ |
|
এছাড়াও ঢাকা হতে সিলেটগামী বাসেও হবিগঞ্জ যাওয়া যায়। এক্ষেত্রে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ মোড়ে নেমে বাস,ম্যাক্সি কিংবা সিএনজি চালিত অটোরিক্সায় হবিগঞ্জ সদর পর্যন্ত যেতে হবে। এক্ষেত্রে নিচের চিত্রটি অনুস্মরণ করা যেতে পারে:
হবিগঞ্জ-ঢাকা রুটে চলাচলকারী বাসের সময়সূচী:
হবিগঞ্জ-ঢাকা
অগ্রদুত পরিবহন |
দিগন্ত পরিবহন |
বিছমিল্লাহ পরিবহন |
ভের ৪:৪৫ টা |
ভোর ৫:৩০ টা |
সকাল ৫:৪৫ টা |
ভোর ৫:১৫ টা |
সকাল ৬:৩০ টা |
সকাল ৬:১৫ টা |
সকাল ৬:০০ টা |
সকাল ৮:১৫ টাটা |
সকাল ৭:৩০ টা |
সকাল ৭:০০ টা (এসি) |
সকাল ৯:০০ টা (এসি) |
সকাল ৮:৩০ টা |
সকাল ৮:০০ টা |
সকাল ১১:৩০ টা (এসি) |
দুপুর ১২:০০ টা |
সকাল ১০:৩০টা |
বিকাল ৩:০০ টা |
দুপুর ২:৩০ টা |
দুপুর ১২:৩০টা |
|
বিকাল ৪:৩০ টা |
দুপুর ২:০০ টা |
|
|
বিকাল ৪:০০ টা (এসি) |
|
|
ঢাকা-হবিগঞ্জ
অগ্রদুত পরিবহন |
দিগন্ত পরিবহন |
বিছমিল্লাহ পরিবহন |
সকাল ৭:১০ |
সকাল ৯:১০ |
সকাল ৬:৩০ |
সকাল ৮:৩০ (এসি) |
সকাল ১১:৫০ |
সকাল ৭:৫০ |
সকাল ৯:৫০ |
দুপুর ১:৫০ |
সকাল ১০:৩০ |
সকাল ১১:১০ |
বিকাল ৩:১০ (এসি) |
দুপুর ১২:৩০ |
দুপুর ১:১০ |
বিকাল ৫:৫০ (এসি) |
দুপুর ২:৩০ |
বিকাল ৪:৩০ (এসি) |
সন্ধ্যা ৭:৪৫ |
বিকাল ৫:১০ |
সন্ধ্যা ৬:৩০ |
|
সন্ধ্যা ৭:১০ |
যোগাযোগ:
অগ্রদুত: ০১৭১৮৬০০৫৫১: ৫২৩৫১ (হবিগঞ্জ), ০১৭১৬০৩৮৬৯১
দিগন্ত: ০১৭১১৩২৯৯৪৪; ৫২৮৭৩ (হবিগঞ্জ); ০১৭১৮০১৬৯৬৩ (ঢাকা)
বিছমিল্লাহ: ০১৭১১৯০৮৬৮৪; ৫২৩৭১ (হবিগঞ্জ);
আন্তনগর ট্রেনের সময়সূচী:
ট্রেনের ধরণ |
ঢাকা হতে ছাড়ে |
শায়েস্তাগঞ্জে থামে |
বন্ধের দিন |
পারাবত (৭০৯) |
৬:৪০ |
১০:০৫ |
মঙ্গলবার |
জয়ন্তিকা (৭১৭) |
১৪:০০ |
১৮:০৫ |
বন্ধ নাই |
উপবন (৭৩৯) |
২২:০০ |
০১:৫০ |
বুধবার
|
ট্রেনের ধরণ |
চট্টগ্রাম হতে ছাড়ে |
শায়েস্তাগঞ্জে থামে |
বন্ধের দিন |
পাহাড়িকা (৭১৯) |
০৮:১৫ |
১৩:৪০ |
সোমবার |
উদয়ন (৭২৩) |
২১:০০ |
০২:৫০ |
শনিবার |
ডাউন ট্রেন:
ট্রেনের ধরণ |
চট্টগ্রাম হতে ছাড়ে |
শায়েস্তাগঞ্জে থামে |
বন্ধের দিন |
পারাবত(৭১০) |
১৭:৩৫ |
২১:১৫ |
মঙ্গলবার |
জয়ন্তিকা(৭১৮) |
১০:৫০ |
১৫:০০ |
বৃহস্পতিবার |
উদয়ন(৭৪০) |
০০:৫৫ |
০৫:৩০ |
বন্ধ নাই |
পাহাড়িকা (৭২০) |
১৩:৪০ |
১৯:০০ |
শনিবার |
উদয়ন (৭২৪) |
০০:০১ |
০৬:০০ |
রবিবার |
সিলেট থেকে হবিগঞ্জ:
মোট দুরত্ব: ১০০ কিমি
সময়: ২ থেকে ২:৩০ ঘন্টা
সিলেটের কদমতলী বাস স্টেশন থেকে হবিগঞ্জের উদ্দেশ্যে 'হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস' বাস ছেড়ে যায়।
বিভিন্ন উপজেলায় যাতায়াতের মাধ্যম
উপজেলা |
দূরত্ব |
যাতায়াতের মাধ্যম |
ভাড়া
|
হবিগঞ্জ সদর |
৩কি.মি. |
রিক্সা বাস |
১০ টাকা ০২ টাকা |
নবীগঞ্জ |
২৫.৬ কি.মি. |
বাস ম্যাক্সি |
২৩ টাকা ২৫ টাকা |
বাহুবল |
২৫ কি.মি. |
বাস ম্যাক্সি |
২৬ টাকা ২8 টাকা |
বানিয়াচং |
২৩ কি.মি. |
বাস ম্যাক্সি |
১৮টাকা ২২ টাকা |
আজমিরীগঞ্জ |
৪২ কি.মি. |
নৌকা জীপ |
৩০ টাকা ৫০ টাকা |
লাখাই |
২০ কি.মি. |
বাস জীপ |
২৩ টাকা ২৫ টাকা |
চুনারুঘাট |
২৭ কি.মি. |
বাস ম্যাক্সি |
২৬ টাকা ৩০ টাকা |
মাধবপুর |
৪৯ কি.মি. |
বাস ম্যাক্সি |
৪০ টাকা ৪৫ টাকা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস