Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

জনগনের সভা

সুপ্রাচীনকাল থেকেই ঐতিহ্যগতভাবে জেলাপ্রশাসকগণ জনকল্যাণার্থে জনগণের সাথে গভীরভাবে ঘনিষ্ঠ হয়ে কাজ করে আসছেন।আধুনিক জনপ্রশাসনকে আরও গতিশীল ও জনমুখী করতে জনগণের সমস্যাসম্ভবনা নিয়ে জেলাপ্রশাসকের দপ্তরে জনগণের সভা নামে জেলাপ্রশাসকের সাথে জনগণের আলোচনা/সাক্ষাৎকার অনুষ্ঠিত হচ্ছে।সপ্তাহের অন্যান্যদিনের সাক্ষাৎছাড়া ও প্রতি বুধবার দিনব্যাপী জেলাপ্রশাসক জনগণের অভাব, অভিযোগ,আবেদন,নিবেদন শুনছেন এবং তাৎক্ষণিকভাবে নিষ্পত্তিযোগ্য বিষয়সমূহ তৎক্ষণাৎ নিষ্পত্তি করে জনগণকে সেবা প্রদান করছেন।এছাড়া ও টেলিফোনে বা লিখিতভাবে বিভিন্নদপ্তর/ব্যক্তির সাথে যোগাযোগ করে জনগণের অভাব, অভিযোগ,আবেদন,নিবেদন নিষ্পত্তি  করা  হচ্ছে।জনগণের সভার সিদ্ধান্তসমূহ লিখিতভাবে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ও প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য পাঠানো হচ্ছে।আপনি আপনার কোনো সমস্যা বা বিষয় প্রতি বুধবার অনুষ্ঠিত জনগণের সভায় জেলাপ্রশাসককে জানাতে পারেন।এছাড়া জেলা প্রশাসকের দপ্তরের নিচতলায়১0২ নং কক্ষে অবস্থিত আমাদের ফ্রন্টডেস্কে ও যোগাযোগ করতে পারেন(ফোননং-083163499,E-mail:acicthabiganj@yahoo.com  এই ইমেইল ঠিকানা স্পামবট থেকে রক্ষা করা হচ্ছে।এই তথ্য বাতায়নের হোমপেইজের বামদিকে মন্তব্য খাকাতে ও আপনি আপনার বিষয় লিখে জানাতে পারেন।