Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জেলা পর্যায়ে ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী-২০১৫ উদযাপন
বিস্তারিত

জনগণের দোরগোড়ায় সহজে, দ্রুত ও স্বল্প ব্যয়ে সেবা পৌঁছে দেবার লক্ষ্যে সারাদেশের সকল ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনে স্থাপিত ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের নির্দেশনা মোতাবেক এ জেলায় ২৪ নভেম্বর ২০১৫ তারিখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে  ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানের দিনের শুরুতেই নিমতলা, কালেক্টরেট প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক, হবিগঞ্জ জনাব সাবিনা আলম। অতঃপর জেলা সদরের বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, জেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার, জনপ্রতিনিধি, ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি এবং জেলার সকল ইউডিসি ও পিডিসি উদ্যোক্তাদের নিয়ে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিণ করে। তারপর জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ডিজিটাল সেন্টার উদ্যোক্তাদের অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠান, সোশ্যাল মিডিয়া সংলাপ এবং উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।  সোশ্যাল মিডিয়া সংলাপ চলাকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও প্রকল্প পরিচালক জনাব কবির বিন আনোয়ার মহোদয় সহ এটুআই প্রোগ্রামের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সংলাপে যুক্ত হন এবং উদ্যোক্তাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন। সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ডিজিটাল সেন্টারের পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী সাফল্যজনকভাবে সমাপ্ত হওয়ায় জেলা প্রশাসক, হবিগঞ্জ মহোদয় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

ছবি
ছবি
ডাউনলোড