হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ ফাযিল মাদরাসাটি সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা শহরে অবস্থিত একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান। মাদরাসাটি হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের লাগপূর্বপাশ সংলগ্ন। মাদরাসার পূর্বে খোয়াই নদী, দক্ষিণে হবিগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং উত্তরে সওজ (সড়ক ও জনপথ) এর ভবন রয়েছে।
সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা শহর (তৎকালীন সিলেট জেলার হবিগঞ্জ মহকুমা শহর) ও উহার চারিদিকে গড়ে প্রায় ১২ মাইল এলাকার লক্ষ-লক্ষ মুসলিম অধিবাসীদের ধর্মীয় শিক্ষা ও শিক্ষা চর্চার জন্য কোন প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা না থাকায় উক্ত এলাকার অধিবাসীবৃন্দ বহুদিন পূর্ব হইতেই এখানে একটি মাদরাসার প্রয়োজনীয়তা উপলব্দি করিয়া আসিতেছিলেন এবং ১৯৭৮ খ্রিস্টাব্দ সালের শুরুর দিকে উক্ত উদ্দেশ্যে হবিগঞ্জ জেলা শহরে একটি মাদরাসা স্থাপনের পরিকল্পনা হাতে নিয়ে তথাকার বিশিষ্ট সমাজ সেবী আলহাজ্ব আদুর হোসেন লন্ডনী সাহেব ০১ (এক) লক্ষ টাকা দান করেন। ইহাতে বহুদিনের উপেক্ষিত আশা-আকাঙ্খা পূরণের পথ সুগম হয়। এবং ০১/০১/১৯৭৮ খ্রিস্টাব্দে-ই উক্ত টাকা দিয়ে মাদরাসা স্থাপনের জন্য জমি ক্রয় করা হয়। অত্র এলাকার জনসাধারণ, শহরবাসী ও সরকারী কর্মকর্তাদের সাহায্য-সহযোগিতায় অধ্যক্ষ জনাব মোঃ সফিকুল হক চৌধুরীর নেতৃত্বে ০১/১০/১৯৭৯ খ্রিস্টাব্দে ০৩ জন ছাত্র নিয়ে মাদরাসার একাডেমিক কার্যক্রম শুরু হয়। এবং ১৯৮০ খ্রিস্টাব্দে ছাত্র/ছাত্রী ভর্তি কার্যক্রম শুরু হয়। মাদরাসাটি ০১/০১/১৯৮১ খ্রিস্টাব্দে সরকারী ভাবে একাডেমিক স্বীকৃতি, ০১/০১/১৯৮১ খ্রিস্টব্দে দাখিল স্বীকৃতি, ০১/০৭/১৯৮৪ খ্রিস্টাব্দে আলিম স্বীকৃতি ও ০১/০৭/১৯৯১ খ্রিস্টাব্দে ফাযিল স্বীকৃতি লাভ করে। এবং ১৯৯১ খ্রিস্টাব্দে মাদরাসায় দাখিল বিজ্ঞান শাখা ও ২০১১ খ্রিস্টাব্দে আলিম বিজ্ঞান শাখা খোলার অনুমতি পায়। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে জনাব মোঃ সফিকুল হক চৌধুরী বর্তমানেও কর্মরত আছেন। অধ্যক্ষ মহোদয় ও গভর্ণিংবডির অক্লান্ত প্রচেষ্টায় মাদরাসাটির উত্তর উত্তর উন্নয়ন হচ্ছে।
শ্রেণী | শিক্ষার্থীর সংখ্যা (২০১২ খ্রি.) | ||
মোট | ছাত্র | ছাত্রী | |
১ম শ্রেণী | ২২ | ১১ | ০৯ |
২য় শ্রেণী | ২২ | ১৫ | ০৭ |
৩য় শ্রেণী | ২০ | ১৫ | ০৫ |
৪র্থ শ্রেণী | ৩১ | ২৩ | ০৮ |
৫ম শ্রেণী | ৪৯ | ৩৬ | ১৩ |
৬ষ্ঠ শ্রেণী | ৯৬ | ৭২ | ২৪ |
৭ম শ্রেণী | ৬৩ | ৪৫ | ১৮ |
৮ম শ্রেণী | ৬২ | ৫৩ | ০৯ |
৯ম শ্রেণী | ৫৬ | ৩৪ | ২২ |
১০ম শ্রেণী | ৩৬ | ৩১ | ০৫ |
আলিম ১ম বর্ষ | ১০৬ | ৭৪ | ৩২ |
আলিম ২য় বর্ষ | ৮২ | ৭০ | ১২ |
ফাযিল ১ম বর্ষ | ৫৩ | ৪৪ | ০৯ |
ফাযিল ২য় বর্ষ | ৩৫ | ২৩ | ১২ |
ফাযিল ৩য় বর্ষ | ২৪ | ২২ | ০২ |
সর্বমোট = | মোট =৭৫৫ জন। | ছাত্র =৫৬৮ জন। | ছাত্রী =১৮৭ জন। |
ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য | ক্রমিক নং | নাম | পদবী | মন্তব্য |
---|---|---|---|---|---|---|---|
০১ | জনাব এডভোকেট মোঃ আবু জাহির, সংসদ সদস্য - ২৪১, হবিগঞ্জ - ৩ | সভাপতি | ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত | ০৮ | জনাব মোঃ নজমুল হোসেন, | অভিভাবক প্রতিনিধি | বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত |
০২ | জনাব চৌধুরী আব্দুল হাই (প্রাঃ সংসদ সদস্য) এডভোকেট জজ কোর্ট, হবিগঞ্জ। | সহ-সভাপতি | ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত | ০৯ | জনাব শাহ শোয়েবুর রহমান, | অভিভাবক প্রতিনিধি | বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত |
০৩ | জনাব সৈয়দ আহমদুল হক, চেয়ারম্যান, উপজেলা সদর, হবিগঞ্জ। | বিদ্যোৎসাহী প্রতিনিধি | ভাইস চ্যান্সেলর কর্তৃক মনোনীত | ১০ | জনাব তাহেরা আক্তার | অভিভাবক প্রতিনিধি | বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত |
০৪ | জনাব মোঃ মকুব আলী, সহকারী অধ্যাপক (হিসাব বিজ্ঞান বিভাগ), বৃন্দবন সরকারী কলেজ, হবিগঞ্জ। | বিদ্যোৎসাহী প্রতিনিধি | ডি,জি কর্তৃক মনোনীত | ১১ | জনাব মোঃ আব্দুল হাই খাঁন, প্রভাষক, হবিগঞ্জ দারচ্ছুন্নাৎ ফাযিল মাদরাসা, হবিগঞ্জ। | শিক্ষক প্রতিনিধি | বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত |
০৫ | জনাব মোঃ জহুর হোসেন, | প্রতিষ্ঠাতা প্রতিনিধি | বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত | ১২ | জনাব মোহাম্মদ আব্দুল ওয়াহিদ, সহকারী মৌলভী, হবিগঞ্জ দারচ্ছুন্নাৎ ফাযিল মাদরাসা, হবিগঞ্জ। | শিক্ষক প্রতিনিধি | বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত |
০৬ | জনাব মোঃ সাহাব উদ্দিন, | দাতা প্রতিনিধি | বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত | ১৩ | জনাব হেলাল উদ্দিন আহাম্মদ, সিনিয়র শিক্ষক, হবিগঞ্জ দারচ্ছুন্নাৎ ফাযিল মাদরাসা, হবিগঞ্জ। | শিক্ষক প্রতিনিধি | বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত |
০৭ | জনাব ডাঃ মোঃ শফিকুর রহমান, | চিকিৎসক প্রতিনিধি | গভর্ণিংবডির ১ম সভায় কো-অপ্ট করা হয়েছে | ১৪ | জনাব মোঃ সফিকুল হক চৌধুরী, অধ্যক্ষ, হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ ফাযিল মাদরাসা, হবিগঞ্জ। | সদস্য সচিব | পদাধিকার বলে |
বিগত ২ বছরের সমাপনী পরীক্ষার ফলাফলঃ
পরীক্ষার সন | মোট পরীক্ষার্থী | পাশের সংখ্যা |
---|---|---|
২০১০ খ্রিঃ | ৫২ জন, | ৪৪ জন। |
২০১১ খ্রিঃ | ৭২ জন, | ৬২ জন। |
পাবলিক পরীক্ষার ফলাফলঃ
পরীক্ষার নাম | পরীক্ষার সন | মোট পরীক্ষার্থী | পাশের সংখ্যা |
---|---|---|---|
দাখিল | ২০০৯ খ্রিঃ | ৩১ জন, | ২৮ জন। |
২০১০ খ্রিঃ | ৪৫ জন, | ৪৪ জন। | |
২০১১ খ্রিঃ | ৫৩ জন, | ৪৯ জন। | |
আলিম | ২০০৯ খ্রিঃ | ৩৮ জন, | ৩১ জন। |
২০১০ খ্রিঃ | ৩৬ জন, | ২৯ জন। | |
২০১১ খ্রিঃ | ৫০ জন, | ৪৫ জন। | |
ফাযিল | ২০০৯ খ্রিঃ | ১২ জন, | ০৩ জন। |
২০১০ খ্রিঃ | ১২ জন, | ০৯ জন। |
সাধারণ বৃত্তি:
পরীক্ষার সন | ৫ম শ্রেণী (বৃত্তি প্রাপ্ত) | ৮ম শ্রেণী (বৃত্তি প্রাপ্ত) |
---|---|---|
২০০৮ খ্রিঃ | ০২ জন, | - |
২০০৯ খ্রিঃ | ০২ জন, | ০১ জন। |
উপবৃত্তি প্রাপ্ত ছাত্র/ছাত্রীর সংখ্যা (১ম শ্রেণী - ১০ম শ্রেণী পর্যন্ত):
শিক্ষাবর্ষ | মোট ছাত্র/ছাত্রীর সংখ্যা |
---|---|
২০০৯ খ্রিঃ | ২৯ জন। |
২০১০ খ্রিঃ | ২০ জন। |
২০১১ খ্রিঃ | ৪৬ জন। |
মাদরাসাটি ১৯৭৮ খ্রিস্টব্দে দাখিল মাদরাসা হিসেবে চালু হয়। পরবর্তীতে ১৯৮৪ খ্রিস্টব্দে আলিম স্তর ও ১৯৯১ খ্রিস্টব্দে ফাযিল স্তরে উন্নীত হয়। মাদরাসায় ১৯৯২ খ্রিস্টব্দে দাখিল বিজ্ঞান শাখা ও ২০১১ খ্রিস্টব্দে আলিম বিজ্ঞান শাখা চালু করা হয়। বর্তমানে কম্পিউটার শাখা খোলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে এবং এর জন্য একটি কম্পিউটার ল্যাব তৈরী করা হয়েছে।
মাদরাসায় অনার্স (সম্মান) কোর্স চালু করা, মাদরাসাকে ফাযিল স্তর থেকে কামিল স্তরে উন্নীত করা ও মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন করা।
হবিগঞ্জ দারুচ্ছুন্নাৎ ফাযিল মাদরাসা
ডাকঘর- হবিগঞ্জ, থানা- হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ।
ফোন নম্বরঃ ০৮৩১-৫২৪০৭
Email Address: dsfmhabiganj.bd@gmail.com
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস