বিদ্যালয়টি হবিগঞ্জ সদর উপজেলাধীন লস্করপুর গ্রামে অবস্থিত। এটি দিন দিন উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। অখণ্ড ৯০ শতাংশ জমি ও তিনটি কাঁচা গৃহ, ১জন অফিস সহকারী ও দুই জন এমএলএসএস রয়েছে।বর্তমানে বিদ্যালয়টিতে ৪২৫ জন ছাত্র-ছাত্রী অধ্যায়নরত আছে।
প্রতিষ্ঠানটি এলাকাবাসীর যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা লাভ করে। এটি লস্করপুর ইউনিয়নের দ্বিতীয় উচ্চ বিদ্যালয়।
শ্রেণী | ছাত্র | ছাত্রী | মোট |
৬ষ্ঠ | ৪৭ | ৯৬ | ১৪৩ |
৭ম | ২৭ | ৬১ | ৮৮ |
৮ম | ২৯ | ৫৫ | ৮৪ |
৯ম | ১৭ | ৩৪ | ৫১ |
১০ম | ১৯ | ৪০ | ৫৯ |
মোট | ১৩৯ | ২৮৬ | ৪২৫ |
বছর | পাশের হার |
২০০৭ | ৪০%(প্রায়) |
২০০৮ | ৪০% (প্রায়) |
২০০৯ | ৬০% (প্রায়) |
২০১০ | ৬৪% (প্রায়) |
২০১১ | ৮২% (প্রায়) |
ভবিষ্যতে স্কুলটিকে আধুনিকতর প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার গুনগত মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।
প্রধান শিক্ষিকা
গংগানগর উচ্চ বিদ্যালয়
লস্করপুর,হবিগঞ্জ সদর,হবিগঞ্জ
মোবাইল: ০১৭৩৯-০২০২০৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস