বিদ্যালয়টি অত্র উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নে বড়বাড়ি গ্রামে অবস্থিত । বিদ্যালয়ে ৪ কক্ষবিশিষ্ট ১ টি আধাপাকা ভবন রয়েছে। বিদ্যালয়ের টয়লেট সংখ্যা ১ এবং একটি নলকূপ রয়েছে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠালগ্ণে ৩৪ শতক জমির উপর টিনশেড ঘর নির্মান করা হয়। জমিদাতা মৃত আলহাজ্ব হেফাজত উল্লাহ। ২৯৮৬ সনে বিদ্যালয়টি পূণঃ নির্মান করা হয়।
শ্রেণি শিশু ১ম ২য় ৩য় ৪র্থ ৫ম সর্বমোট
সংখ্যা ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মোট
১৮ ১৯ ৩৭ ১৩ ১৪ ২৭ ২০ ২০ ৪০ ১৯ ২২ ৪১ ১২ ১৪ ২৬ ৯৭ ৮২ ১৭১
১২ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী পরিচালনা কমিটি । ২০১২ খ্রিঃ সনের ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হবে। সভাপতি জনাব মোঃ লুৎফুর রহমান।
২০০৭-১০০%, ২০০৮-১০০%, ২০০৯-১০০%, ২০১০-৯২%, ২০১১-৯২%
২০০৭ সনে ১ টি টেলেন্টপুল, ২০০৮ ও ২০০৯সনে একটি করে বৃত্তি লাভ।
আগামী বছর ২-৩টি টেলেন্টপুল সহ বৃত্তি পাওয়ার জন্য যথাযথ ভাবে কোচিংসহ চেষ্টা করা
মোবাইল-০১৭১০-৩৫৪৮৭২।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস