বিদ্যালয়টি ইকপাড়া ইউনিয়নে অবস্থিত।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য স্থানীয় জনগণ মোঃ জহুর হোসেনের দ্বারস্থ হলে তিনি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ৩০ শতক জমি দান করেন।
শ্রেণি | শিশু | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | সর্বমোট | ||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
সংখ্যা | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট |
|
| ৩০ |
|
| ৪৯ |
|
| ৪৬ |
|
| ৬৪ |
|
| ৪৮ |
|
| ৩০ |
|
| ২৩৭ |
১২ সদস্য বিশিষ্ট ২বছর মেয়াদী পরিচালনা কমিটি। ২০১২ খ্রিঃ সনের ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হবে।
বিগত ৫বছরের সমাপনী পরীক্ষার ফলাফল: ২০০৭-৮৯%২০০৮-৮৬%, ২০০৯-৭১%, ২০১০-৮৬%, ২০১১-১০০%
পাবলিক পরীক্ষার ফলাফল: ২০০৯-৭১%, ২০১০-৮৬%, ২০১১-১০০%
২০০৯ হতে ২০১১ সাল পর্যন্ত ৩টি করে বৃত্তি লাভ।
২০১১ সনে বঙ্গবন্ধু কাপে উপজেলা চ্যাম্পিয়ন।
বিদ্যালয়ের শতভাগ পাশের হার ধরে রাখা এবং বৃত্তি প্রাপ্ তছাত্র-ছাত্রীদের সংখ্যা বাড়ানো, ঝরেপড়া রোধ করা, বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা।
প্রধান শিক্ষক
জোয়ার মাগুরুন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়
চুনারুঘাট, হবিগঞ্জ।
মোবাইল-০১৭১৬-৭৬১০০০।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস