বিদ্যালয়টি অত্র উপজেলার ৩ নং দেওরগাছ ইউনিয়নে উপজেলা সদর হতে প্রায় ৪ কি: মি: দূরে চুনারুঘাট-আসামপাড়া আঞ্চলিক মহাসড়কের উত্তর-পূর্ব পাশে খোয়াই নদীর তীরে মনোরম পরিবেশে অবস্থিত । ৪ কক্ষবিশিষ্ট ১ টি ও ২ কক্ষবিশিষ্ট আর একটি পাকা ভবন এবং ৫ কক্ষবিশিষ্ট একটি টিনশেড ভবন রয়েছে। বিদ্যালয়ের টয়লেট সংখ্যা ২ এবং একটি অগভীর নলকূপ রয়েছে। বিদ্যালয়টির চারপাশে ৩ ফুট পাকা দেয়াল এবং ৩ ফুট জি আই পাইপ দ্বারা সীমানা প্রাচীর বেষ্টিত।
অত্র বিদ্যালয়টি ৩১শতক জমি নিয়ে একটি টিনশেড ঘর নিয়ে মৃত হেফাজত উল্লা কর্তৃক প্রতিষ্ঠা করা হয়েছিল । কালের পরিক্রমায় বিদ্যালয়টি বর্তমান সুদৃশ্য ও সুনামের সহিত পরিচালিত হচ্ছে।
১২ সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী পরিচালনা কমিটি। ২০১২ খ্রিঃ সনের ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হবে। সভাপতি জনাব মোঃ আঃ মজিদ।
২০০৭-১০০%, ২০০৮-১০০%, ২০০৯-৯৬%, ২০১০-৯৬%, ২০১১-১০০%
২০১২ সনে ১৬৫ জন উপবৃত্তি সু্বিধাভোগী।
২০০৭ সনে ট্যালেন্টপুল সহ ৩ টি বৃত্তি এবং ২০০৯ সনে একটি সাধারণ বৃত্তি লাভ করা।
বিদ্যালয়ে শতভাগ পাশের হার ধরে রাখা এবং বৃত্তিপ্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংখ্যা বাড়ানো, ঝরে পড়া রোধ করা, স্টুডেন্টস কাউন্সিল কার্যক্রম জোরদার করে বিদ্যালয়কে আরও আকর্ষণীয় করে তোলা। বিদ্যালয়টিকে একটি আদর্শ বিদ্যালয় হিসেবে গড়ে তোলা।
মোবাইল-০১৮২৩-৭৬৫৭৮২।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস