বিদ্যালয়টি হবিগন্জ জেলার চুনারুঘাট উপজেলার ৩নং দেওরগাছ ইউনিয়নের চান্দপুর বস্তি গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয় ।বিদ্যালয়ে একটি পাকা দ্বিতল ভবন আছে এবং ২টি টিন শেড ঘর আছে।বিদ্যালয়টি চুনারুঘাট সদর হইতে ৫ কিঃ মিঃ দূরে দক্ষিণে অবস্থিত।
বিদ্যালয়টি ২৬ শতক জমি নিয়ে একটি টিন শেড ঘরের মধ্য দিয়ে যাত্রা শুরু করে।জমি দাতার নাম মৃত মোঃ মনসুর আহমেদ চৌধুরী।বিদ্যালয়টি শুরু থেকেই সুনামের সাথে কার্যক্রম চালিয়ে আসছে ফলে বিদ্যালয়টি একটি আদর্শ বিদ্যালয়ে রুপান্তরিত হয়েছে ।
ছাত্র-ছাত্রীর সংখ্যা (শ্রেণিভিত্তিক): শ্রেণি শিশু ১ম ২য় ৩য় ৪র্থ ৫ম সর্বমোট
সংখ্যা ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মোট ছাত্র ছাত্রী মোট
৫১ ৪৯ ১০০ ৬৪ ৪৪ ১০৮ ৫০ ৫৯ ১০৯ ৪৭ ৬৪ ১১১ ৩২ ৩২ ৬৪ ২৪৪ ২৪৮ ৪৯২ ৮
বিশিষ্ট ১২ সদস্য ২ বছর মেয়াদী পরিচালনা কমিটি । ২০১২ খ্রিঃ সনের ডিসেম্বর মাসে মেয়াদ শেষ হবে। সভাপতি জনাব মোঃ মহরম আলী।
২০০৭-৯৬%, ২০০৮-৯৫%, ২০০৯-৯৭%, ২০১০-৯৪%, ২০১১-১০০%
বিদ্যালয়টিতে ২৪৬ জন ছাত্র/ছাত্রী উপবৃত্তি কার্ডধারী
বিগত ৫ বছরে ট্যালেন্টফুলে ১১টি এবং সাধারন ১৩টি প্রাথমিক বৃত্তি পেয়েছে ।
ভবিষ্যতে কি ভাবে বিদ্যালয়কে জেলার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যালয় করে তুলা যায় তার সর্বাত্নক প্রচেষ্ঠা চলছে ।
মোবাইল-০১৭১২১১৫৫৯০
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস