হবিগঞ্জ জেলাধীন চুনারুঘাট উপজেলার ৭নং উবাহাটা ইউনিয়নের ৫নং ওয়ার্ডে অবস্থিত। বিদ্যালয়েরই,এম,আই,এস, কোড নং৬০৩০৭০৭১২। উপজেলা সদর হইতে১০কিঃমিঃ দূরে অবস্থিত। বিদ্যালয়ে একটি পাকা ভবন দ্বিতল ভবন ও ব্যবহার অযোগ্য একটি আধাপাকা ভবন বিদ্যমান। দ্বিতলভবনে ৬টিকক্ষতন্মধ্যে ১টি অফিস ও ৫টি শ্রেণী কক্ষ।
এলাকার স্বনামধন্য ব্যক্তি হাজী মোঃ তৈয়ব আলী সাহেবের দানকৃত মোং ৩৬শতাং শজমিতে এলাকাবাসীর সহযোগীতায় ১৯৬৯সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিতহয়।
শ্রেণি | শিশু | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | সর্বমোট | ||||||||||||||
সংখ্যা | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট |
|
|
| ৬২ | ৪৯ | ১১১ | ৪৮ | ৬০ | ১০৮ | ৬৩ | ৬১ | ১২৪ | ৫৫ | ৫৬ | ১০১ | ২৮ | ২১ | ৪৯ | ২৫৬ | ২৩৭ | ৪৯৩ |
৮জন পুরুষ ও ৪ জন মহিলা সদস্য নিয়ে ১২/০১/২০১০সালে বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠন করা হয়। |
২০০৭-৯৩%, ২০০৮-৯৫%, ২০০৯-৮০%, ২০১০-৭৪%, ২০১১-৮৭% |
২০০৯-৮০%, ২০১০-৭৪%, ২০১১-৮৭% |
১৯৯২-২টি, ১৯৯৩-৩টি, ১৯৯৪-২টি, ১৯৯৬-১টি, ১৯৯৮-২টি, ২০০০-টি, ২০০১-১টি, ২০০৪-১টি, ২০০৫-৩টি,২০০৬-১টি, ২০১১সালে উপবৃত্তি ছাত্র/ছাত্রী২৫১জন। |
এলাকার অবস্থাপন্ন ব্যক্তি বর্গের সহায়তায় বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন ও শিক্ষকগনের আন্তরিক প্রচেষ্টায় আর্দশ বিদ্যালয়ে পরিণত করার চেষ্টা চলিতেছে।
মোবাইল-০১৭১০০৪৩৮৯৯,
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস