বিদ্যালয়টি অত্র উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নে উপজেলা সদর হতে প্রায় ১০ কিঃ মিঃ দূরে অবস্থিত। ১ টি মাত্র ভবনে ৩টি শ্রেনি কক্ষ ও ১টি অফিস কক্ষ রয়েছে। বিদ্যালয়ের নিজস্ব কোন রাস্তা না থাকায় পার্শ্ববর্তী মাদ্রাসার রাস্তা দিয়ে চলতে হয়। বর্তমান ভবনটি ২০০০ সনে নির্মিত।
অত্র বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা জনাব মরহুম ছুরুক মিয়া প্রথমে তাঁহার নিজ বাড়িতে প্রতিষ্ঠা করেন বিধায় ভূইয়া বাড়ি বালিকা বিদ্যালয় নামে দীর্ঘ দিন চলে। প্রতিষ্ঠাকলীন ২ জন শিক্ষক মোছাঃ নুরুন্নেছা খাতুন ও রুহানী বালা দেবী। পরবর্তীতে বিদ্যালয়টির নিজস্ব জমিতে ১৯৭৩ সালে গোয়াছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় নামে সরকারিকরণ করা হয়। |
শ্রেণি | শিশু | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | সর্বমোট | ||||||||||||||
সংখ্যা | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট |
২২ | ২৪ | ৪৬ | ২৪ | ১৫ | ৩৯ | ৩১ | ৩৩ | ৬৪ | ৩৫ | ১৯ | ৫৪ | ১৫ | ১০ | ২৫ | ১২৭ | ১০১ | ২২৮ |
২০০৭-১০০%, ২০০৮-১০০%, ২০০৯-১০০%, ২০১০-১০০%, ২০১১-১০০% |
২০০৭-৩টি সাধারণ, ২০০৮-২টি টেলেন্টপুল, ২০১০-১টি সাধারণ বৃ্ত্তি |
জাতীয় শিক্ষা মেলা ২০১০ ১ম পুরস্কার, বঙ্গবন্ধু গোল্ড কাপ ২০১০ উপজলা চ্যাম্পিয়ন এবং ২০১১ ইউনিয়ন রানার আপ। |
এক শিফটে রূপান্তর, আবাসিক, মডেল বিদ্যালয়। |
মোবাইল-০১৭১৮-৬০২৬৫২। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস