হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার ১০নং মিরাশী ইউনিয়নের, ৪নং-ওয়ার্ড, গাতাবলা দাখিল মাদ্রাসা, গ্রাম- গাতাবলা , ডাকঘর- মিরাশী, উপজেলা- চুনারুঘাট,
জেলা- হবিগঞ্জ।
মাদ্রাসাটি ০১-০১-১৯৩৩ সনে প্রতিষ্ঠিত হয়। তখন হতে মাদ্রাসাটি পাবলিক সাহায্য সহযোগীতায় তাহার কার্যক্রম চালিয়ে আসছিল। উক্ত মাদ্রাসা স্থাপনের জন্য অত্র এলাকার জনাব হাজী আসকর মাহমুদ তালুকদার ও ছকিরা ভানু জমি দান করেন। অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা জনাব মৌলভী আমজদ উল্লা ও হাজী আঃ ছত্তার তালুকদার সাহেবের আন্তরিক প্রচেষ্ঠায় অত্র মাদ্রাসাটি স্থাপিত হয়ে সুনামের সাথে কার্যক্রম চালিয়ে আসছে। পরবর্তীতে হাজী আব্দুল ছত্তার তালুকদার সাহেবের সহযোগীতায় ০১/০১/১৯৮৬ইং সনে মাদ্রাসাটি এমপিওভূক্ত হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস