বাংলাদেশে ৪৯টি সরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের মধ্যে হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট নিজস্ব বৈশিষ্ট্যে সমুজ্জ্বল অনন্য একটি প্রতিষ্ঠান।
অবস্থান ও আয়তনঃইউনিয়ন-গোপায়া, মৌজা-নূরপুর (উত্তর), থানা-হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ, বিভাগ- সিলেট। দূরত্ব-৫ কিঃ মিঃ (হবিগঞ্জ শহর হতে)। ১০ কিঃ মিঃ (শায়েস্তাগঞ্জ স্টেশন হতে)। প্রতিষ্ঠানটি দক্ষিণমুখী এবং আয়তকার।
জমির পরিমাণঃ২ (দুই) একর। ভবন সংখ্যাঃ ৬ (ছয়) টি যথাঃ (১) প্রশাসনিক ভবন (২) একাডেমিক ভবন (৩) বেসিক ওয়ার্কশপ ভবন (পূর্ব) (৪) বেসিক ওয়ার্কশপ ভবন (পশ্চিম) (৫) প্রিন্সিপাল কোয়ার্টার (৬) স্টাফ কোয়ার্টার।
এই প্রতিষ্ঠানে ৪টি টেকনোলজি চালু আছে। টেকনোলজিসমূহ হল (১) ডিপ্লোমা ইন-সিভিল টেকনোলজি (২) ডিপ্লোমা ইন-ইলেক্ট্রনিক্স টেকনোলজি (৩) ডিপ্লোমা ইন-কম্পিউটার টেকনোলজি (৪) ডিপ্লোমা ইন-আর্কিটেকচার এন্ড ইন্টেরিয়র ডিজাইন টেকনোলজি ।
হবিগঞ্জে একটি পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপন করার প্রয়োজনীয়তা দীর্ঘ দিন ধরে অনুভুত হচ্ছিল। দেশ বরেণ্য অর্থনীতিবিদ, হবিগঞ্জের কৃতী সন্তান ও অর্থমন্ত্রী জনাব শাহ এ. এম. এস. কিবরিয়া হবিগঞ্জে একটি পলিটেকনিক ইন্সটিটিউট স্থাপনের জন্য ১৯৯৮ সালে উদ্যোগ গ্রহণ করেন। সেই লক্ষ্যে তৎকালীন প্রকল্প পরিচালক জনাব নিতাই চন্দ্র সূত্রধর বর্তমান গোপায়া গ্রামে অত্র ইন্সটিটিউটের স্থান নির্ধারণ করেন। ২৭ অক্টোবর ২০০২ খ্রিঃ (১২ই কার্তিক ১৪০৯ বঙ্গাব্দ) তারিখে অত্র প্রতিষ্ঠানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী জনাব এম সাইফুর রহমান।
Total Students (Semester wise)
Semester | Civil | Computer | Electronics | AIDT | Total | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Shift | 1st | 2nd | Total | 1st | 2nd | Total | 1st | 2nd | Total | 1st | 2nd | Total | 1st | 2nd | Total |
1st | 45 | 54 | 99 | 43 | 48 | 91 | 45 | 49 | 94 | 48 | 45 | 93 | 181 | 196 | 377 |
3rd | 42 | 30 | 72 | 44 | 32 | 76 | 39 | 36 | 75 | 47 | 38 | 85 | 172 | 136 | 308 |
5th | 48 | 00 | 48 | 42 | 00 | 42 | 50 | 00 | 50 | 47 | 00 | 47 | 187 | 00 | 187 |
7th | 34 | 00 | 34 | 42 | 00 | 42 | 42 | 00 | 42 | 41 | 00 | 41 | 159 | 00 | 159 |
Eight Ref. | 09 | 00 | 09 | 12 | 00 | 12 | 12 | 00 | 12 | 05 | 00 | 05 | 38 | 00 | 38 |
Total | 178 | 84 | 262 | 183 | 80 | 263 | 188 | 85 | 273 | 188 | 83 | 271 | 737 | 332 | 1069 |
পরীক্ষার সন | মোট পরীক্ষার্থী | পাশের সংখ্যা | পাশের হার |
---|---|---|---|
২০০৯ | ১৯ জন | ১৯ জন | ১০০% |
২০১০ | ৯৩ জন | ৬২ জন | ৬৬.৬৬% |
২০১১ | ১৩৫ জন | ১০৩ জন | ৭৬.২৯% |
প্রতিবছর কারিগরি শিক্ষা বৃত্তি- ৬৫% মেধাবী ছাত্র-ছাত্রীকে প্রদান করা হয়।
অত্র প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা পাশ করার সাথে সাথে অথবা ছাত্র অবস্থায় ( ইন্ডাস্ট্রিয়াল এটাচমেন্টে থাকা অবস্থায়) বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি পেয়ে সুনামের সাথে চাকুরি করে প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করছে।
দেশের ৪৯টি পলিটেকনিক ইন্সটিটিউটের মধ্যে সেরা ও মডেল পলিটেকনিক হিসেবে অত্র প্রতিষ্ঠানকে গড়ে তোলা।
অধ্যক্ষের কার্যালয়
হবিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট, গোপায়া, হবিগঞ্জ।
ই-মেইলঃ principal.hpi@gmail.com ওয়েব সাইটঃ www.hpi.com.nu
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস