৫নং শানখলা ইউনিয়ন, ওয়ার্ড- ১নং,চলিতার আব্দা আফছার তালুকদার মহিলা দাখিল মাদরাসা, গ্রাম- চলিতারআব্দা, ডাকঘর- শায়েস্তাগঞ্জ, উপজেলা-চুনারুঘাট,জেলা- হবিগঞ্জ।
হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলাধীন ৫নং শানখলা ইউনিয়নের চলিতার আব্দা গ্রামের দাতা মরহুম ইউসুফ আলী তালুকদার তিনি অত্র মাদ্রাসার নামে রেজিষ্ট্রিকৃত দলিলে ৬৯
শতক জমি দান করেন। জনাব এ কে আফছার আহমদ তালুকদার, গ্রাম- চলিতার আব্দা পোঃ শায়েস্তাগঞ্জ, উপজেলা-চুনারুঘাট, জেলা হবিগঞ্জ। তিনি সাড়ে ১৬ শতক জমি রেজিষ্ট্রিকৃত দলিলে অত্র মাদ্রাসায় দান করেন এবং এলাকাবাসীর সহযোগীতায় ১৩-১০-১৯৮৫ইং সালে চলিতার আব্দা আফছার তালুকদার মহিলা দাখিল মাদরাসা প্রতিষ্ঠা করেন। ০১-০১-১৯৯৭ইং সালে প্রাথমিক পাঠদানের অনুমতি লাভ করে, ০১-০১-২০০১ ইং সালে ১ম স্বীকৃতি লাভ করে। এবং ০১-০৫-২০১০ ইং সালে এমপিও ভুক্তি লাভ করে।
ছাত্র/ছাত্রীর সংখ্যা (শ্রেণী ভিত্তিক) প্রথম শ্রেণী - ৪৫ জন ছাত্রী
দ্বিতীয় শ্রেণী- ৩১ জন ছাত্রী
তৃতীয় শ্রেণী- ৩১ জন ছাত্রী
চতুর্থ শ্রেণী- ৩৪ জন ছাত্রী
পঞ্চম শ্রেণী- ৩২ জন ছাত্রী
ষষ্ঠ শ্রেণী- ৬৯ জন ছাত্রী
সপ্তম শ্রেণী- ৪২ জন ছাত্রী
অষ্টম শ্রেণী-৬১ জন ছাত্রী
নবম শ্রেণী- ৪০ জন ছাত্রী
দশম শ্রেণী- ২২ জন ছাত্রী
সর্বমোট ছাত্রী- ৪০৭ জন
বর্তমান পরিচালনা কমিটির তথ্য ১। জনাব মোঃ একে আফছার আহমদ তালুকদার, সভাপতি
২। জনাব হাবীব আহমদ তালুকদার, সুপার/সম্পাদক
৩। জনাব মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষানুরাগী সদস্য
৪। জনাব মোঃ তাজুল ইসলাম, অভিভাবক সদস্য
৫। জনাব তাহির মিয়া তালুকদার, অভিভাবক সদস্য
৬। জনাব মোঃ আব্দুল লতিফ, অভিভাবক সদস্য
৭। জনাব মোঃ মজলিস মিয়া, অভিভাবক সদস্য
৮। জনাব গোলবাহার, দাতা সদস্য
৯। জনাব মোহাম্মদ আবু তাহের, শিক্ষক প্রতিনিধি।
১০। জনাব মোঃ আক্তার আলী, শিক্ষক প্রতিনিধি।
১১। জনাবা শেখ জাহানারা বেগম, সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য
ইবতেদায়ীঃ ২০১০ সালে-১০জন, কৃতকার্য- ৩ জন, ৩০%।
২০১১ সালে- ২০, কৃতকার্য- ১১ জন, ৫৫%।
জেডিসিঃ ২০১০ সালে- ৩৫ জন, কৃতকার্য- ২৩ জন, ৬৫.৭২%।
২০১১ সালে- ৪০ জন, কৃতকার্য- ৩০ জন, ৭৫% জন।
২০১০সালেসাধারণগ্রেডে১টি।
বিজ্ঞান বিভাগ ও কারিগরি সহ কামিল মাদ্রাসায় রুপান্তর করা এবং শত ভাগ ফলা ফল অর্জন করা।
০১৭৫৫৪১০৬৪৩
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস