হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ, ডাক ও জেলা-হবিগঞ্জ।
কলেজটি তিন তলা বিশিষ্ট। মূল ভবন ০১ টি, একাডেমিক ভবন-০১ টি ও ৪ তলা বিশিষ্ট ছাত্রী নিবাস ০১ টি।
১ নভেম্বর ১৯৮৫ খ্রিস্টাব্দে কলেজটি বেসরকারি ভাবে স্থাপিত হয়। পরবর্তীতে ৫ এপ্রিল ১৯৯৭ খ্রিস্টাব্দে কলেজটি জাতীয়করণ করা হয়।
একাদশ শ্রেণী-৩৬৪ জন
দ্বাদশ শ্রেণী-৪৬৪ জন
ডিগ্রী-১ম বর্ষ-১৭৭ জন
২য় বর্ষ-১৫১ জন
৩য় বর্ষ-১০৬ জন।
কলেজটি সরকারি ভাবে পরিচালিত।
৫ বছরের সমাপনী পরীক্ষার ফলাফলঃ
উচ্চ মাধ্যমিক-
২০০৭ সালে -৮৫%
২০০৮ সালে-৮৮%
২০০৯ সালে-৯০%
২০১০ সালে-৮৮%
২০১১ সালে-৯০%।
ডিগ্রী (পাস)-
২০০৬ সালে-৮৮%
২০০৭ সালে-৮৫%
২০০৮ সালে -৯০%
২০০৯ সালে-৮৬%
২০১০ সালে-৮৪%।
একাদশ ও দ্বাদশ শ্রেণীর মোট উপবৃত্তি প্রাপ্ত ছাত্রী-২৫০ জন।
২০১১ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ২ (দুই) জন ছাত্রী জি.পি.এ ৫.০০ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
অধ্যক্ষ্যের কার্যালয়
হবিগঞ্জ সরকারি মহিলা কলেজ
হবিগঞ্জ।
0831-52256
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস