হবিগঞ্জ জেলা ইনোভেশন টীমের বার্ষিক কর্মপরিকল্পনা
জনগণের নিকট দ্রুততম সময়ে সরকারী সেবা পৌছানোর লক্ষ্যে এবং জনসেবায় নতুন নতুন উদ্ভাবনের লক্ষ্যে জেলা ও উপজেলা ইনোভেশন টীমের সদস্যদের সমন্বয়ে ইনোভেশন সার্কেলের আয়োজন করা হয়।
1. জেলা পর্যায়ের ইনোভেশন সার্কেলের সম্ভাব্য সময়সূচীঃ
জেলা ইনোভেশন সার্কেলের সম্ভাব্য তারিখ |
|
প্রথম সার্কেল |
জানুয়ারি, ২০১6 |
দ্বিতীয় সার্কেল |
এপ্রিল ,২০১৬ |
তৃতীয় সার্কেল |
জু্লাই, ২০১6 |
চতুর্থ সার্কেল |
ডিসেম্বর,২০১৬ |
2. উপজেলা পর্যায়ে ইনোভেশন সার্কেলের সম্ভাব্য সময়সূচীঃ
ক্রমিক নং |
উপজেলার নাম |
ইনোভেশন সার্কেলের তারিখ |
১ |
হবিগঞ্জ সদর |
১৭ ফেব্রুয়ারি,, ২০১6 |
২ |
চুনারুঘাট |
১২ এপ্রিল, ২০১৬ |
৩ |
মাধবপুর |
১৭ মে,২০১৬ |
৪ |
নবীগঞ্জ |
২১ জুন, ২০১৬ |
৫ |
বানিয়াচং |
১১আগস্ট,২০১৬ |
৬ |
বাহুবল |
০৭ সেপ্টেম্বর,২০১৬ |
৭ |
লাখাই |
২৭ অক্টোবর, ২০১৬ |
৮ |
আজমিরীগঞ্জ |
০৮ ডিসেম্বর,২০১৬ |
প্রতি মাসে নিয়মিত ইনোভেশন টীমের সভা অনুষ্ঠান এবং জেলার ইনোভেশন টিমের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা । ইনোভেশন টিমের মাসিক সভায় গৃহীত ২টি করে পাইলট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং প্রতিমাসে ২টি উদ্যোগ সরেজমিনে পরিদর্শন করা ।
হবিগঞ্জ জেলার ২০১৫-২০১৬ সালের কর্মপরিকল্পনাঃ সংযুক্ত-পরিশিষ্ট : ক,খ,গ
১. জেলা এবং উপজেলায় অন্তত ৪০ জন উদ্যোক্তাকে স্থানীয়ভাবে প্রশিক্ষণ প্রদান করা হবে ।
২. ২০১৫-২০১৬ সালের উদ্ভাবনী উদ্যোগ ২৫টি (পরিশিষ্ট-‘ক’)।
৩. নতুন উদ্ভাবনী পাইলট উদ্যোগ গ্রহণঃ ০৬টি ( পরিশিষ্ট-‘খ’)।
৪. উদ্ভাবনী পাইলট উদ্যোগ সমাপ্তঃ ৬ টি (পরিশিষ্ট-‘গ’)।
৫. নতুনভাবে ০৫ জনকে মেন্টর নিয়োগ করা ।
৬. উদ্ভাবনের জন্য ৫ জন উদ্যোক্তাকে স্বীকৃতি প্রদান করা হবে।
ম্যানেজমেন্ট ইনোভেশন উদ্যোগঃ ৩টি।
১. বিদ্যমান নথি ব্যবস্থাপনা সময় হ্রাস করা ।
২. বাল্যবিবাহ রোধে উদ্যোগ গ্রহণ।
৩. কম সময়ে লাইসেন্স প্রদান।
সামাজিক উদ্ভাবনী উদ্যোগঃ ৩টি
১. ডিসি অফিস, সার্কিট হাউজ ও সকল ইউএনও অফিসকে Wi-Fi এর আওতায় আনা, যাতে সহজেই
ইন্টারনেট সুবিধা দেয়া যায়।
২. বাল্যবিবাহ রোধ ও মাদকদ্রব্য প্রতিরোধে সামাজিক উদ্যোগ গ্রহণ ।
৩. একটি ইউনিয়নকে স্যানিটেশন এর আওতায় আনয়ন করা ।
তরুনদের মাধ্যমে উদ্ভাবনী উদ্যোগঃ 12টি ।
১. প্রতি মাসে একটি কলেজ বা মাধ্যমিক বিদ্যালয়ে ইনোভেশন কর্মশালা আয়োজনের মাধ্যমে তরুণদের
উদ্বুদ্ধ করা।
২. প্রতি উপজেলা থেকে ১টি করে নতুন উদ্যোগ গ্রহণ করা এবং জেলা পর্যায়ে ৪ টি উদ্যোগকে গ্রহণ করে
বাস্তবায়ন করা।
সোশ্যাল মিডিয়া সংলাপঃ ০৩ টি-
১. ইউডিসি বিষয়ক ।
২. নেস ও ওয়েবপোর্টাল বিষয়ক ।
৩. বাল্য বিবাহ রোধ ও মাদকদ্রব্য প্রতিরোধ বিষয়ক ।
৪. সোশ্যাল মিডিয়া সংলাপের মাধ্যমে নাগরিক সম্পৃক্ততাঃ ১০০০ (এক) হাজার নাগরিক।
জেলা ইনোভেশন সার্কেলঃ ৪টি (ইনোভেশন সার্কেলের সম্ভাব্য তারিখঃ)
১. প্রথম সার্কেলঃ জানুয়ারি,২০১৬
২. দ্বিতীয় সার্কেলঃ এপ্রিল,২০১৬
৩. তৃতীয় সার্কেলঃ জুলাই,২০১৬
৪. চতুর্থ সার্কেলঃ ডিসেম্বর,২০১৬
ইউনিয়ন ডিজিটাল সেন্টারঃ
১. জানুয়ারী, ২০১৬ এর মধ্যে ইউডিসি উদ্যোগক্তাদের জন্য একটি প্রশিক্ষণের আয়োজন করা।
২. মার্চ, ২০১৫ এর মধ্যে ০৮ টি ইউডিসিকে কম্পিউটার প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে গড়ে তোলা ।
৩. এপ্রিল, ২০১৬ এর মধ্যে ০৮ টি ইউডিসিতে বিদ্যুৎ বিল পরিশোধে উদ্যোগ গ্রহণ।
৪. মে,২০১৬ এর মধ্যে সকল ইউডিসিতে কৃষকের জন্য কৃষিভিত্তিক তথ্য সন্নিবেশ করা।
৫. ব্লগে নিয়মিত লেখা ও অনলাইন মনিটরিং টুলস এ তথ্য আপলোড নিশ্চিত করা
৬. পর্যায়ক্রমে ইউডিসিকে সকল সেবা প্রদান কেন্দ্র হিসেবে গড়ে তোলা
৭. সরকারের সকল উন্নয়ন কার্যক্রম প্রচারণার কেন্দ্র হিসেবে ইউডিসিকে গড়ে তোলা।
৮. শ্রেষ্ঠ উদ্যোক্তাদের পুরস্কৃত করা।
৯. জুন’২০১৬ এর মধ্যে এজেন্ট ব্যাংকিং চালু করা
মাল্টিমিডিয়া ক্লাসরুমঃ
১. মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় প্রতি মাসে ৩টি করে প্রাথমিক বিদ্যালয়কে
মনিটর করা এবং বিদ্যমান মাল্টিমিডিয়া ম্যানেজমেন্ট সিস্টেমকে আরো গতিশীল করা।
২. মাল্টিমিডয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় প্রতি মাসে ৩টি করে মাধ্যমিক ও
মহাবিদ্যালয়কে মনিটর করা ।
৩. ০৩ টি পলিটেকনিক স্কুল এন্ড কলেজকে মাল্টিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায়
অন্তর্ভূক্ত করা।
৪. ফেব্রুয়ারি ২০১৬ এর মধ্যে কনটেন্ট তৈরী ও ব্যবহারে শিক্ষকদের উদ্ভুদ্বকরণে প্রশিক্ষণ আয়োজন করা।
৫. কন্টটেন্ট তৈরী ও ব্যবহারের ক্ষেত্রে শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কৃত করা ।
৬. উপজেলা নির্বাহী অফিসারের তত্ত্বাবধান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা
ও উপজেলা টেকনিশিয়ানের সহযোগিতায় উপজেলায় ডিজিটাল কনটেন্ট তৈরীর ইউনিট স্থাপন করা ।
পোর্টালঃ
১. জানুয়ারি, ২০১৬ এর মধ্যে পোর্টাল বিষয়ক একটি প্রশিক্ষণের আয়োজন করা।
২. ফেব্রুয়ারি, ২০১৬ এর মধ্যে ইউনিয়ন, উপজেলা ও জেলা ওয়েব পোর্টাল শতভাগ হালনাগাদ নিশ্চিত
করা।
৩. মার্চ, ২০১৬ এর মধ্যে এনজিও পোর্টাল তৈরী ও জেলা পোর্টালের সাথে লিংক স্থাপন করা।
৪. প্রতি সপ্তাহে একটি করে পোর্টাল মনিটর করা।
সক্রিয় ইনোভেশন টিমঃ
১. প্রতিমাসে একটি করে ইনোভেশন টিমের সভা আয়োজন করা।
২. জানুয়ারি,২০১৬ মধ্যে বাৎসরিক কর্মপরিকল্পনা প্রণয়ন ও সমন্বয় সভায় অনুমোদন।
৩. জানুয়ারি,২০১৬ মধ্যে কর্মপরিকল্পনা ওয়েবসাইটে প্রকাশ করা।
৪. বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ মনিটরিং করা।
৫. ইনোভেশন টিমের সভায় কর্মপরিকল্পনার অগ্রগতি পর্যালোচনা ও বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ ।
৬. উদ্ভাবনী উদ্যোগসমূহ নিয়মিত মনিটর করা।
অন্যান্যঃ
১. শ্রেষ্ঠ ইউনিয়ন ও উপজেলার পোর্টাল এবং সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীগণকে পুরস্কৃত করা।
২. শ্রেষ্ঠ উদ্যোক্তাদের পুরস্কৃত করা।
৩. উদ্ভাবনী আইডিয়া বাস্তবায়নে স্থানীয় অর্থায়নের উপর গুরুত্ব আরোপ করা।
৪. জেলা প্রশাসকের কার্যালয়ে নেস এর কার্যক্রম তরান্বিত করার জন্য সহকারী কমিশনার (আইসিটি)
কর্তৃক প্রতি সপ্তাহে একটি শাখা মনিটর করা ।
প্রকাশনাঃইনোভেশন বিষয়ে একটি প্রকাশনার জন্য উদ্যোগ গ্রহণ ।
হবিগঞ্জ জেলার ইনোভেশন উদ্যোগসমূহের ২০১৫-২০১৬ সালের বার্ষিক পরিকল্পনাঃ পরিশিষ্ট-“ক”
ক্রমিক নং |
প্রস্তাবিত বিষয় (গৃহীতব্য কাজের নাম) |
বাস্তবায়নকাল (শুরু ও সমাপ্তির তারিখ) |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (যে কর্মকর্তার নেতৃত্বে সম্পাদিত হবে তাঁর নাম ও পদবী) |
প্রত্যাশিত ফলাফল (কাজটি সম্পন্ন হলে গুণগত বা পরিমানগত কী পরিবর্তন আসবে) |
পরিমাপ (প্রত্যাশিত ফলাফল তৈরী হয়েছে কিনা তা পরিমাপের মানদন্ড) |
০১ |
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতের মামলা নিষ্পত্তি প্রক্রিয়া |
শুরুর তারিখঃ জানুয়ারী, ২০১৬
সমাপ্তির তারিখঃ জুন,২০১৬ |
জনাব মো: সফিউল আলম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),হবিগঞ্জ |
আইডিয়াটি বাস্তবায়নের ফলে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতের মামলা নিষ্পত্তি প্রক্রিয়ায় মামলা দ্রুত নিস্পত্তি হবে। |
ইতোমধ্যে কার্যক্রম শুরু করা হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতের মামলা নিষ্পত্তি প্রক্রিয়ায় দ্রুত সময়ের মধ্যে প্রত্যাশিত ফলাফল পাওয়া সম্ভব হবে। |
0২
|
অনলাইন ভূমি উন্নয়ন কর নির্ধারণ ও আদায় পদ্ধতি । |
শুরুর তারিখঃ জুলাই,২০১৫ সমাপ্তির তারিখ ঃ জুন, ২০১৬ |
জনাব এ.বি.এম মশিউর রহমান ইউএনও, মাটিরাঙ্গা,খাগড়াছড়ি ও সাবেক সহকারী কমিশনার (ভূমি) বানিয়াচং, হবিগঞ্জ। |
রেজিস্টার ও ডাটা এন্ট্রির কাজ চলছে। অগ্রগতি ৬৫%। |
অগ্রগতি ৬৫%। |
০৩ |
ঋণ কার্যক্রম সহজিকরণ
|
শুরুর তারিখঃ জানুয়ারী, ২০১৫
সমাপ্তির তারিখঃ জুন,২০১৬ |
জনাব মোঃ শহীদুল ইসলাম উপ পরিচালক, বি আর ডি বি হবিগঞ্জ। |
ই সেবা ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে ঋণ অনুমোদন এবং সদস্যদের স্ব স্ব ব্যাংক একাউন্টে ঋণের টাকা জমা হবে। ঋণ গ্রহীতাগণ এসএমএসের মাধ্যমে সময়মত খবর পাবেন। ফলে তারা কম সময়ে ঋণ পেয়ে আর্থিকভাবে লাভবান হবেন। সমবায়ী সদস্য এবং বিআরডিবি এর মধ্যে সম্পর্ক উন্নত হওয়ায় উভয়পক্ষ সেবা নিতে ও সেবা দিতে লাভবান হবেন। |
আইডিয়া বাস্তবায়নের আগে ১২ দিন সময় লাগত ৩০০ টাকা খরচ হতো এবং ৩বার যাতায়াত করতে হতো। আইডিয়া বাস্তবায়ন হলে ০৩ দিন সময়, ১০০টাকা খরচ ও ১বার যাতায়াত করতে হবে। আইডিয়া বাস্তবায়নের ফলে সেবা গ্রহীতার প্রত্যাশিত সুবিধা ০৯ দিন সময় সাশ্রয়,২০০টাকা সাশ্রয় এবং ২ বার যাতায়াত কম করতে হবে। |
০৪ |
মোবাইল অ্যাপস-এর মাধ্যমে হাতের মুঠোয় জনসেবার তথ্য পৌছে দেয়া
|
শুরুর তারিখঃ ১ এপ্রিল, ২০১৫ সমাপ্তির তারিখঃ ১৫ ডিসেম্বর, 201৬ |
জনাব মোহাম্মদ মাশহুদুল কবীর উপজেলা নির্বাহী ফিসার চুনারুঘাট, হবিগঞ্জ
|
সেবা প্রত্যাশী যে কোন ব্যক্তি তার স্মার্ট ফোনে “সহজ সেবা” অ্যাপসটি ইনস্টল করে প্রয়োজনীয় সেবার জন্য নির্দিষ্ট দপ্তরের বিষয়ে কাঙ্খিত তথ্য, যেমন: সেবার প্রাপ্তির ধাপসমূহ, সেবামূল্য, প্রাপ্তির সময়, প্রদানকারীর মোবাইল নম্বর, ই-মেইল, আবেদন লিঙ্ক ইত্যাদি অনলাইনে সংগ্রহ করতে পারবেন, সেবা প্রত্যাশী ব্যক্তি অনলাইনে আবেদন করতে পারবেন। সেবা সরবরাহের জন্য প্রস্তুত হলে আবেদনকারী কে মোবাইল ম্যাসেজের মাধ্যমে সেবা গ্রহনের তারিখ জানানো হবে। |
তথ্য সংগ্রহ ও তথ্য সুসংহতকরণ কার্যক্রম চলমান রয়েছে। |
০৫ |
কার্যকরী যুব সংগঠন সৃষ্টি ও তালিকাভুক্ত/রেজিস্ট্রেশনকরণের মাধ্যমে পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান ও আত্মকর্মসংস্থান সৃষ্টি ।
|
শুরুর তারিখঃ এপ্রিল, ২০১৫
সমাপ্তির তারিখঃ নভেম্বর, ২০১৬ |
জনাব মোঃ ইকবাল নাছির উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হবিগঞ্জ সদর , হবিগঞ্জ।
|
কাজটি সম্পন্ন হলে কর্মক্ষম বেকার যুবক ও যুব মহিলাদের আত্মকর্মসংস্থানের ব্যবস্থা হবে। |
সংগঠন প্রস্তুতের কাজ সম্পন্ন হয়েছে। তালিকাভূক্ত, রেজিস্ট্রেশনের কাজ প্রক্রিয়াধীন আছে । দ্রুত সময়ের মধ্যে আত্মকর্মসংস্থানের সৃষ্টি হবে।
|
০৬ |
পল্লী সমাজ সেবা কার্যক্রমের মাধ্যমে নির্বাচিত জনগোষ্ঠীর আর্থ সামাজিক অবস্থার উন্নয়ন
|
শুরুর তারিখঃ নভেম্বর, ২০১৫
সমাপ্তিরতারিখঃ ডিসেম্বর, ২০১৬ |
জনাব মোঃ সুয়েব হোসেন চৌধুরী উপজেলা সমাজসেবা কর্মকর্তা হবিগঞ্জ সদর, হবিগঞ্জ।
|
সেবা গ্রহীতার ভোগান্তি কমে আসবে। |
সেবা গ্রহীতার মতামত সংগ্রহ করে আর্থসামাজিক উন্নয়নে প্রত্যাশিত ফলাফল তৈরী করা সম্ভব হবে । |
০৭ |
প্রতিবন্ধী ভাতা সহজীকরণ |
শুরুর তারিখঃমে,২০১৫ সমাপ্তির তারিখঃ অক্টোবর,২০১৬ |
জনাব মোহাম্মদ জালাল উদ্দীন সমাজসেবা অফিসার বানিয়াচং,হবিগঞ্জ।
|
১। মোবাইল ব্যাকিং এর মাধ্যমে ভাতার টাকা স্থানান্তর। ২। ভাতাভোগীর প্রত্যন্ত অঞ্চল হতে এসে ব্যাংকে লাইনে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না। ৩। ধার্য তারিখে বাংকে না আসতে পারলে ও পরবর্তী তারিখের জন্য অপেক্ষা করতে হবে না। ৪। টিসিভি কমে আসবে।
|
মোবাইল ব্যাকিং কার্যক্রম এর মাধ্যমে ভাতা বিতরণে উদ্বোধন করা হয়েছে। ফলে কম সময়ে, কম খরচে ভাতা বিতরণ সম্ভব হবে।
|
০৮ |
ক্ষুদ্র ঋণ কর্মসূচী সহজীকরণ
|
শুরুরতারিখঃ ২৩.০২.১৫
সমাপ্তির তারিখঃ ২৩.৮.১৬ |
জনাব মোঃ হাবিবুর রহমান উপজেলা সমাজসেবা কর্মকর্তা আজমিরীগঞ্জ, হবিগঞ্জ। |
উপকারভোগীদের সময়,খরচ ও যাতায়াত পূর্বের তুলনায় হ্রাস পাবে।
|
উপকারভোগীদের আর্থ-সামাজিক অবস্থার ক্রম উন্নয়ন হবে । |
০৯ |
প্রশিক্ষণের মাধ্যমে উন্নত প্রযুক্তি হস্তান্তর সহজীকরণ
|
শুরুর তারিখঃ ০১.০২.২০১৫
সমাপ্তির তারিখঃ ৩০.০৬.২০১৬ |
জনাব মোঃ নুরে আলম সিদ্দিকি উপজেলা মৎস্য কর্মকর্তা (ভাঃ) আজমিরীগঞ্জ , হবিগঞ্জ।
|
মাছ চাষিগণ সঠিক পদ্ধতি অনুসরণ করে মাছ চাষ করে অধিক উৎপাদন নিশ্চিত করতে পারবে।
|
প্রশিক্ষণ প্রাপ্ত চাষীর বিগত বছরের উৎপাদনের সাথে বর্তমান বছরের উৎপাদন তুলনা করা ।
|
১০ |
প্রাথমিক শিক্ষার গুনগত মান উন্নয়ন
|
শুরুর তারিখঃ মে, ২০১৫ সমাপ্তির তারিখঃ জুন, ২০১৬ |
জনাব হাসান মোহাম্মদ জোনায়েদ চুনারুঘাট, হবিগঞ্জ।
|
১। শিক্ষক ও শিক্ষার্থী সঠিক সময়ে বিদ্যালয়ে উপস্থিত হবে। ২। শিক্ষার গুণগত মান বাড়বে। ৩। স্থানীয় কমিউনিটির সক্রিয়তা বাড়বে। ৪। বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমবে।
|
প্র্রত্যাশা অনুযায়ী ফলাফল পাওয়া যায়নি। পূর্বের তুলনায় ইতিবাচক অগ্রগতি হয়েছে। |
১১ |
কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন কর্মর্সূচী |
শুরুর তারিখঃ জুন,20১৫ খ্রিঃ সমাপ্তির তারিখঃ ডিসেম্বর ২০১৬ |
জনাব জান্নাত সুলতানা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাধবপুর, হবিগঞ্জ।
|
১। ক্লাব দ্রুত গঠন করা সম্ভব হবে। শিক্ষা প্রতিষ্ঠান জড়িত থাকায় অভিবাকদের মধ্যে আস্থা ফিরে আসবে। ক্লাবঘর পেতে কম ঝামেলা পোহাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বিনোদন সামগ্রী ব্যবহার করা যাবে এবং শিক্ষকদের রিসোর্স পার্সন হিসেবে ব্যবহার করা সহজ হয়। ২। প্রশিক্ষণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পাবে ও উপকারভোগীরা আত্মনির্ভরশীল হতে শিখবে। ৩।কিশোর কিশোরীরা তাদের শারীরিক ও বয়ঃসন্ধি কালের বিভিন্ন বিষয় সম্পর্কে জানবে এবং তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটবে। ৪। কিশোর-কিশোরীরা ক্ষমতায়িত হবে,সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং একই সাথে সমাজের বিভিন্ন ইতিবাচক পরিবর্তন ঘটবে। |
সমাজে সচেতনতা সৃষ্টি ফলে প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হবে।এতে সময় ও খরচ কম লাগবে। |
|
১২ |
কার্প জাতীয় মাছের সাথে মলা ও বাটা মাছের মিশ্র চাষ
|
শুরুর তারিখঃ মে, 20১৫ খ্রিঃ
সমাপ্তির তারিখঃ ডিসেম্বর,২০১৬ |
জনাব মোঃ তোফাজ উদ্দিন আহমেদ সিনিয়র উপজেলা মৎস্য অফিসার হবিগঞ্জ সদর। |
৩টি ইউনিয়নের ৩টি পুকুরে চাষিকে উদ্বুদ্ধ করণের মাধ্যমে চাষের ব্যবস্থা করা। |
নির্বাচিত চাষীদের পুকুর প্রস্তুতকরতঃ রুই জাতীয় মাছের সাথে বাটা মাছের রেণু মজুদ করা হয়েছে। পোনা লালন পালন কার্যক্রম চলমান আছে। রুই জাতীয় মাছের পোনা কিছুটা বড় হলে মলা মাছের "মা" মাছ মজুদ করা হবে। পরবর্তিতে নিকটবর্তী চাষীদের মাঝে ফলাফল প্রদর্শন করা হবে। |
|
১৩ |
ঋণ বিতরণ প্রক্রিয়া সহজীকরণ
|
শুরুর তারিখঃ মার্চ, 20১৫
সমাপ্তির তারিখঃডিসেম্বর,২০১৬ |
জনাব মোঃ আবুল ফয়সল এ আর ডি ও মাধবপুর।
|
“ঋণ বিতরণ পক্রিয়া সহজীকরণ” এর মাধ্যমে মোবাইল এসএমএস এর মাধ্যমে নির্দিষ্ট তারিখে জানিয়ে দেয়া হয়। মাত্র ৭ দিনের মধ্যে চুড়ান্ত অনুমোদনসহ সদস্যদের মধ্যে ঋণ বিতরণ সম্পন্ন করা হচ্ছে। |
দ্রুত সময়ে কম খরচে সেবা দেয়া সম্ভব হবে। |
|
১৪ |
নিকাহ রেজিষ্ট্রার ব্যতীত যারা বিবাহ পড়ান তাদের ডাটাবেজ তৈরি |
শুরুর তারিখঃ ডিসিম্বর , 20১৫
সমাপ্তির তারিখঃডিসেম্বর,২০১৬ |
জনাব মোহাম্মদ রাশেদুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার মাধবপুর, হবিগঞ্জ।
|
নিকাহ রেজিষ্ট্রার ব্যতীত যারা বিবাহ পড়ান তাদের ডাটাবেজ তৈরির ফলে বাল্য বিবাহ নিরোধ হবে। |
ডাটাবেজ তৈরির ফলে বাল্য বিবাহ হ্রাস পাবে। |
|
১৫ |
TLS(Truthfully Labeled Seed) বীজ উৎপাদন
|
শুরুর তারিখঃ জুন, 20১৫
সমাপ্তির তারিখঃডিসেম্বর,২০১৬ |
জনাব এটিএম শাখাওয়াত হোসেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়,হবিগঞ্জ।
|
ব্রি হবিগঞ্জ কার্যালয়ের ফার্মে TLS বীজ উৎপাদন।
|
প্রতি বছর প্রায় ৪০ টন বীজ TLS উৎপন্ন করা সম্ভব হবে।
|
১৬ |
কৃষক প্রশিক্ষণ
|
শুরুর তারিখঃ জুলাই, 20১৫
সমাপ্তির তারিখঃ ডিসেম্বর, ২০১৬ |
জনাব এটিএম শাখাওয়াত হোসেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, হবিগঞ্জ।
|
অধিক সংখ্যক কৃষক প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক পদ্ধতিতে ধান চাষের বিস্তার ঘটানো ।
|
প্রতি বছর আধুনিক পদ্ধতিতে ধান উৎপাদন ও ব্যবস্থাপনার উপর ২০ জন কৃষক প্রশিক্ষণ এর আয়োজন করা হয়।
|
১৭ |
ব্রি কর্তৃক উদ্ভাবিত নতুন জাত সমূহের প্রদর্শনী
|
শুরুর তারিখঃ জুলাই, 20১৫ সমাপ্তির তারিখঃ ডিসেম্বর, ২০১৬ |
জনাব এটিএম শাখাওয়াত হোসেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয়, হবিগঞ্জ।
|
আউশ, আমন ও ব্যুরো মৌসুমে অধিক সংখ্যক মাঠ প্রদর্শনীর ব্যবস্থা করা ।
|
প্রতি বছর আধুনিক পদ্ধতিতে ধান উৎপাদন ও ব্যবস্থাপনার উপর ২০ জন কৃষক প্রশিক্ষণ এর আয়োজন করা হয়।
|
১৮ |
যুব সংগঠন সৃষ্টি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি।
|
শুরুর তারিখঃ জুন, 20১৫
সমাপ্তির তারিখঃডিসেম্বর, ২০১৬ |
জনাব মোহাম্মদ শাহজাহান উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আজমিরীগঞ্জ।
|
১। সম্ভাব্যতা যাচাই করে গ্রাম নির্বাচন। ২। জরীপ কাজের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ। ৩। প্রস্তুতকৃত যুবক ও যুব মহিলাদের ডাটা থেকে যুব সংগঠন তৈরী (৩০-৪০ জন নিয়ে) ৪। আবেদনপত্র ও অন্যান্য কাগজপত্র নিয়ে যুব সংগঠন তালিকাভুক্তিকরণ। ৫। প্রশিক্ষনার্থী নির্বাচন ও পেশা ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন।৬। প্রশিক্ষণ পরবর্তী সংশ্লিষ্ট বিষয়ে প্রকল্প গ্রহণের জন্য উদ্ভুদ্ধকরণ ও সংশ্লিষ্ট অফিস সমূহকে সংযুক্ত করণ। |
কম সময়ে যু্ব সংগঠন তালিকাভূক্তি ও সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হবে।
|
১৯ |
যুব সংগঠন সৃষ্টি ও পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি।
|
শুরুর তারিখঃ জুন, 20১৫ সমাপ্তির তারিখঃ ডিসেম্বর, ২০১৬ |
জনাব সারোয়ার সুলতান আহমেদ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা লাখাই,হবিগঞ্জ।
|
১। সম্ভাব্যতা যাচাই করে গ্রাম নির্বাচন। ২। জরীপ কাজের জন্য স্বেচ্ছাসেবী নিয়োগ। ৩। প্রস্তুতকৃত যুবক ও যুব মহিলাদের ডাটা থেকে যুব সংগঠন তৈরী (৩০হতে৪০ জন নিয়ে) ৪। আবেদনপত্র ও অন্যান্য কাগজপত্র নিয়ে যুব সংগঠন তালিকাভূক্তিকরণ। ৫। প্রশিক্ষনার্থী নির্বাচন ও পেশা ভিত্তিক প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহন।৬। প্রশিক্ষণ পরবর্তি সংশ্লিষ্ট বিষয়ে প্রকল্প গ্রহণের জন্য উদ্ভুদ্ধকরণ ও সংশ্লিষ্ট অফিস সমূহকে সংযুক্ত করণ।
|
কম সময়ে যু্ব সংগঠন তালিকাভূক্তি ও সদস্যদের প্রশিক্ষণের ব্যবস্থা করা সম্ভব হবে।
|
পল্লী সমাজসেবা কার্যক্রমের মাধ্যমে নির্বাচিত গ্রামীণ জনগোষ্ঠির আর্থসামাজিক অবস্থার উন্নয়ন।
|
শুরম্নর তারিখঃ মে, 20১৫ সমাপ্তির তারিখঃ ডিসেম্বর,২০১৬ |
জনাব মো শহীদুর রহমান খান উপজেলা সমাজসেবা কর্মকর্তা লাখাই, হবিগঞ্জ।
|
সঠিক জরীপের মাধ্যমে লক্ষ্যভুক্ত গ্রামের মূল সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করা। ইউপিআইসির পরামর্শ গ্রহণ করে গ্রাম নির্বাচন করা, বাড়ী বাড়ী গমন করে পরিবার জরীপ করা, সদস্যদের মতামত গ্রহণ করে কর্মদল গঠন ও সঞ্চয় আদায় উদ্ভুদ্ধকরণ। এসএমএস এর মাধ্যমে ঋণ বিতরণ ও কিস্তি আদায়ের তারিখ সদস্যদেরকে অবহিত করা। কিস্তির টাকা যথাসময়ে সংশ্লিষ্ট ব্যাংক হিসাবে জমা করা।
|
গ্রাম নির্বাচন, পরিবার জরীপকর্মদল গঠন, আবেদন পত্র পুরণ, গ্রাম কমিটির সভা ও স্কিম যাচাই সম্পন্ন করে ইউপিআইসি এর সভায় প্রস্তাবিত স্কিম অনুমোদন হয়েছে। খুব শীঘ্রই ঋণ বিতরণ করা হবে। এতে সময় কম লাগবে।
|
|
2১ |
ট্রেড লাইসেন্স প্রদান সহজীকরণ
|
শুরুরতারিখঃসেপ্টেম্বর ২০১৫ সমাপ্তির তারিখঃ ডিসেম্বর,২০১৬ |
জনাব মোঃ মাহবুব আলম পাটোয়ারী সচিব শায়েস্তাগঞ্জ পৌরসভা হবিগঞ্জ। |
ক) ট্রেড লাইসেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে এক নজরে পৌর এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের হালনাগাদ তথ্য জানা যায়। খ) পূর্বে ট্রেড লাইসেন্স প্রদানে ২ দিন থেকে ৫ দিন সময় ব্যয় হত। কিন্তু বর্তমানে আইডিয়া উদ্ভাবনের ফলে তাহা ২ ঘন্টা হতে এক দিন সময়ের মধ্যে প্রদান করা সম্ভব হয় । গ) পূর্বে ট্রেড লাইসেন্স গ্রহণের জন্য সেবা গ্রহীতা ৩ থেকে ৪ বার অফিসে যাতাযাত করতে হত ,সেখানে নতুন আইডিয়া উদ্ভাবনের ফলে ১ থেকে ২ বার যাতায়াত করেই গ্রাহকরা সেবা পেয়ে থাকেন। ইহাতে সেবাগ্রহীতার সময় কম লাগে এবং আর্থিক অপচয় কম হয়। যার ফলে ব্যবসায়ীগণ খুব সহেজেই ট্রেড লাইসেন্স নতুন/নবায়ন করতে পারেন। এতে পৌরসভার বাজস্ব আয় বৃদ্ধি পাবে। |
বর্তমান সেবা প্রদান পদ্ধতিতে সেবা গ্রহীতাদের ভোগান্তি হ্রাস পাবে। দ্রুত সময়ের মধ্যে সেবা পাবেন। এ পদ্ধতি বাস্তাবায়নের ফলে পৌরসভার রাজস্ব আয় বৃদ্ধি পাবে। |
২২ |
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প |
শুরুর তারিখঃ মে, 20১৫ সমাপ্তির তারিখ-ডিসেম্বর,২০১৬ |
জনাব মোঃ সাজ্জাদ হোসেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হবিগঞ্জ । |
প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি প্রকল্প কার্যক্রম চলছে। |
প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। প্রত্যাশিত ফলাফল তৈরী করা হবে। এতে সময় হ্রাস পাবে। |
২৩ |
লাগসই প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম সহজীকরণ ও কমিউনিটি বেজড মার্কেট গঠন |
শুরুর তারিখঃ জুন,20১৫ খ্রিঃ সমাপ্তির তারিখঃ ডিসেম্বর ২০১৬ |
ডাঃ মো মামুনুর রহমান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাহুবল,হবিগঞ্জ। |
লাগসই প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম সহজীকরণ ও কমিউনিটি বেজড মার্কেট গঠন করা । |
লাগসই প্রযুক্তি হস্তান্তর কার্যক্রম সহজীকরণ ও কমিউনিটি বেজড মার্কেট গঠন করার ফলে সময় ও খরচ কম হবে। |
চলমান-০৬
-০৬-
২৪ |
পেনশন কেইস দ্রুত নিস্পত্তি করণ |
শুরুর তারিখঃ মে, 20১৫ সমাপ্তির তারিখঃ ডিসেম্বর,২০১৬ |
জনাব মোঃ আনোয়ার হোসেন, সাবেক হিসাব রক্ষণ কর্মকর্তা, নবীগঞ্জ। (বর্তমান বাসত্মবায়নকারী জনাব মোঃ জয়নাল আবেদীন, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা, নবীগঞ্জ, হবিগঞ্জ) ।
|
১। পেনশন কেইস অধীনস্থদের নিকট জমাদানের পর ঐ দিনই কর্মকর্তার নিকট উপস্থাপনে কার্যকরী ব্যবস্থা গ্রহন করা। ২। চেক লিষ্ট অনুযায়ী কাগজ পত্রাদি যাচাই করে কেইসটি বুঝে নেওয়া। ৩। ELPC তে অবসর গ্রহনকারী সরকারী কর্মচারীদের নিকট সরকারের যাবতীয় পাওনাদি সহ বেতন নির্ধারণ যাচাই করে কোন ভুল থাকলে তা হিসাব করে যাথাযথ কলামে লিপিবদ্ধ পূর্বক তার নামের সহিত মোবাইল নম্বর ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সংযুক্ত করে ইস্যূ করার জন্য সকল ডিডিওগণ কর্তৃক ব্যবস্থা গ্রহন করা। ৪। নিজ উদ্যোগে মনিটরিং এর মাধ্যমে পেনশন কেইস দ্রুত নিস্পত্তি করতে হবে এবং সাথে সাথে পেনশনারকে মোবাইলে জানিয়ে দিতে হবে।
|
প্রস্তাবিত পদ্ধতির আলোকে কার্যক্রম চলিতেছে এবং প্রত্যাশিত ফলাফল তৈরী করা হচ্ছে। এতে সময় ও খরচ কমবে। |
২৫ |
কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন কর্মর্সূচী |
শুরুর তারিখঃ জুন,20১৫ খ্রিঃ সমাপ্তির তারিখঃ ডিসেম্বর ২০১৬ |
জনাব তাছলিমা আক্তার উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বাহুবল, হবিগঞ্জ।
|
১। ক্লাব দ্রুত গঠন করা সম্ভব হবে। শিক্ষা প্রতিষ্ঠান জড়িত থাকায় অভিবাকদের মধ্যে আস্থা ফিরে আসবে। ক্লাবঘর পেতে কম ঝামেলা পোহাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে বিনোদন সামগ্রী ব্যবহার করা যাবে এবং শিক্ষকদের রিসোর্স পার্সন হিসেবে ব্যবহার করা সহজ হয়। ২। প্রশিক্ষণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি পাবে ও তারা আত্মনির্ভরশীল হতে শিখবে। ৩।কিশোর কিশোরীরা তাদের শারীরিক ও বয়ঃসন্ধি কালের বিভিন্ন বিষয় সম্পর্কে জানবে এবং তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটবে। ৪। কিশোর-কিশোরীরা ক্ষমতায়িত হবে,সমাজে তাদের মর্যাদা বৃদ্ধি পাবে এবং একই সাথে সমাজের বিভিন্ন ইতিবাচক পরিবর্তন ঘটবে। |
সমাজে সচেতনতা সৃষ্টি হবে প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হবে। এতে সময় ও খরচ কম লাগবে। |
হবিগঞ্জ জেলায় ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়ক
চিহ্নিত ০৬ টি নতুন উদ্ভাবনী উদ্যোগঃ পরিশিষ্ট “খ”
ক্রমিক নং |
কর্মকর্তার নাম, পদবী ও কর্মস্থল |
চিহ্নিত উদ্ভাবনী উদ্যোগের নাম |
---|---|---|
০১ |
জনাব মো: সফিউল আলম অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হবিগঞ্জ , মোবাইল : ০১৭১১-৯০৫০৪৭ |
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতের মামলা নিষ্পত্তি প্রক্রিয়া |
০২ |
জনাব মোহাম্মদ মাশহুদুল কবীর উপজেলা নির্বাহী অফিসার চুনারুঘাট, হবিগঞ্জ। ০১৭১৭০০০৭৮৬ |
মোবাইল অ্যাপস-এর মাধ্যমে জেলা-উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের সেবা তালিকা প্রদর্শন ও ফ্লো-চার্টের মাধ্যমে সেবা প্রাপ্তির ধাপ এবং অনলাইনে আবেদনের লিঙ্ক অবহিতকরণ।
|
০৩ |
কৃষিবিদ মোস্তফা ইকবাল আজাদ উপজেলা কৃষি অফিসার বানিয়াচং, হবিগঞ্জ। ০১৭১৬৭৮৭৩৩৮ |
মোবাইল অ্যাপসের মাধ্যমে ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশলের তথ্য সেবা প্রদান |
০৪ |
জনাব মো: ওবায়দুল বাশার উপজেলা প্রকৌশলী হবিগঞ্জ সদর, হবিগঞ্জ। ০১৭১৬২৫৮০৭৪ |
উপজেলা পর্যায়ে ঠিকাদারদের উন্নতমানের কারিগরী প্রশিক্ষণ |
০৫ |
জনাব গোলাম রাব্বানী মজুমদার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাধবপুর, হবিগঞ্জ। ০১৭৩৩৮৬৩২৮০ |
বেসরকারী শিক্ষা প্রতিস্টানে নিয়োজিত শিক্ষক কর্মচারীদের এমপিওভুক্ত সহজীকরন |
০৬ |
জনাব মিহির লাল আচার্য্য উপজেলা শিক্ষা অফিসার বানিয়াচং, হবিগঞ্জ। ০১৭১৯৩১০৬৪৩ |
বিদ্যালয়ের মান উন্নয়নে পরিদর্শন। |
উদ্ভাবনী উদ্যোগ-সমাপ্তঃ ০৬ টি। পরিশিষ্ট-“গ”
ক্রমিক নং |
প্রস্তাবিত বিষয় (গৃহীতব্য কাজের নাম) |
বাস্তবায়নকাল (শুরু ও সমাপ্তির তারিখ) |
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (যে কর্মকর্তার নেতৃত্বে সম্পাদিত হবে তাঁর নাম ও পদবী) |
প্রত্যাশিত ফলাফল (কাজটি সম্পন্ন হলে গুণগত বা পরিমানগত কী পরিবর্তন আসবে) |
পরিমাপ (প্রত্যাশিত ফলাফল তৈরী হয়েছে কিনা তা পরিমাপের মানদন্ড) |
০১
|
অভিযোগ নিস্পত্তি রেজিস্টার ( সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে) । |
শুরুরঃ ৩১.০৩. ২০১৫ সমাপ্তিঃ ৩০.০৮.২০১৫ |
জনাব মাহাম্মদ আশফাকুল হকচৌঃ উপজেলা নির্বাহী অফিসার,হবিগঞ্জ |
কম সময়ে সেবা প্রদান। এ পর্যন্ত ২১ টি অভিযোগ পাওয়া যায় এবং ৬টি নিস্পত্তি করা হয়। |
২৫,০০০/-, কনেটিনজেন্সি খাত হতে www.crhabiganjsadar.com |
০২ |
ভূমি অফিসের রেকর্ডরম্নম সজ্জিতকরণ এবং ডাটাবেজ তৈরী । |
শুরুরঃ এপ্রিল, ২০১৪ সমাপ্তিঃ ফেব্রুয়ারি, ২০১৫ |
জনাব এ.বি.এম মশিউর রহমান সাবেক সহকারী কমিশনার (ভূমি) |
কম সময়ে সেবা প্রদান। |
ইউনিয়ন পরিষদ কর্তৃক কম্পিউটার সরবরাহ (৪০,০০০/-aclandbaniachonj.gov.bd |
০৩ |
মৌসুমী পতিত জমিতে
|
শুরুরঃ ডিসেম্বর, ২০১৪ সমাপ্তি ঃ নভেম্বর, ২০১৫ |
জনাব বিমল চন্দ্র সোম হবিগঞ্জ সদর, হবিগঞ্জ।
|
বিদ্যমান শস্য বিন্যাস (বোরো -পতিত - রোপা আমন) উন্নীত করণের মাধ্যমে (সরিষা - বোরো - রোপা আমন) শস্য বিণ্যাস প্রবর্তনের ফলে চাষীরা একই জমিতে দুটি ফসলের পরিবর্তে তিনটি ফসল উত্তোলন করেতে পারবে। (১ বিঘা জমি হতে বাড়তি ৩০০০ টাকা হতে ৫০০০ টাকা আয় করতে পারবে)।
|
খামার পর্যায়ে উন্নত পানি ব্যবস্থাপনা প্রকল্প থেকে(১০,০০০/-)।সরিষা-নভেম্বর-নুয়ারি,২০১৫ ব্যুরো –জানুয়ারি –মে,২০১৫, রোপা আমন- জুলাই-নভেম্বর,২০১৫, ( ব্রি ধান ৪৯, ১২৫-১৩০ দিনের পরিবর্তে ব্রি ধান-৫৭, ৯৭-১০০ দিনের মধ্যে ফসল প্রর্বতন ) |
0৪ |
মৌসুমী পতিত জমিতে শস্য বিণ্যাস উন্নীত করণের মাধ্যমে শস্য নিবিড়তা বৃদ্ধিকরণ ও মোট উৎপাদন বৃদ্ধি।
|
শুরুরঃডিসেম্বর,২০১৪ সমাপ্তি ঃ নভেম্বর,২০১৫ |
জনাব মো: শহীদুল ইসলাম লাখাই, হবিগঞ্জ। |
বিদ্যমান শস্য বিন্যাস (পতিত-পতিত-বোনা আমন) এর স্থলে উন্নীত শস্য বিণ্যাস সরিষা–মুগডাল–রোপা আমন এর প্রয়োগের মাধ্যমে শস্য নিবিড়তা বৃদ্ধি ও উৎপাদন বৃদ্ধি । রবি মৌসুমে সরিষা ,খরিপ-১ মৌসুমে মুগ ডাল এবং খরিপ-২ মৌসুমে সল্প মেয়াদী রোপা আমন আবাদের মাধ্যমে মৌসুমী পতিত জমির ব্যবহার বৃদ্ধি । |
মটিভেশন। সরিষা-নভেম্বর-জানুয়ারি,২০১৫ মুগডাল –জানুয়ারি –মে,২০১৫ রোপা আমন- জুলাই-নভেম্বর,২০১৫ ( ১ বিঘা জমিতে বাড়তি ৬,০০০-৮,০০০/-আয় করতে পারবে )। |
০৫ |
ট্রেড লাইসেন্স প্রদান সহজীকরণ
|
শুরুরঃ আগস্ট, ২০১৪ সমাপ্তি ঃ অক্টোবর, ২০১৪ |
জনাব মোঃ ফারুক সচিব,মাধবপুর পৌরসভা। |
১। ট্রেড লাইসেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে এক নজরে পৌর এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের হালনাগাদ তখ্য জানা যায়। ২। পূর্বে ট্রেড লাইসেন্স প্রদানে ২ দিন থেকে ৫ দিন সময় ব্যয় হত। কিন্তু বর্তমানে আইডিয়া উদ্ভাকনের ফলে তাহা সর্বনিম্ন ১ ঘন্টা হতে এক দিনের মধ্যেই প্রদান করা সম্ভব হয় । |
পৌরসভা কর্তৃক কম্পিউটার সরবরাহ (৫০,০০০/-)। |
০৬ |
ট্রেড লাইসেন্স প্রদান সহজীকরণ
|
শুরুরঃ আগস্ট, ২০১৪ সমাপ্তিঃ ডিসেম্বর,২০১৪ |
জনাব মোহাম্মদ নূর আজম বীন আখতার সাবেক সচিব, হবিগঞ্জ পৌরসভা। |
১। ট্রেড লাইসেন্স ম্যানেজমেন্ট সফটওয়্যারের মাধ্যমে এক নজরে পৌর এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানের হালনাগাদ তখ্য জানা যায়।২। পূর্বে ট্রেড লাইসেন্স প্রদানে ২ দিন থেকে ৫ দিন সময় ব্যয় হত। কিন্তু বর্তমানে আইডিয়া উদ্ভাকনের ফলে তাহা সর্বনিম্ন ১ ঘন্টা হতে এক দিনের মধ্যেই প্রদান করা সম্ভব হয় । |
পৌরসভা কর্তৃক কম্পিউটার সরবরাহ (৫০,০০০/-)। |