সূফি সাধক হযরত শাহজালাল (রঃ) এর অনুসারী সৈয়দ নাছির উদ্দীন (রঃ) এর পূণ্য স্মৃতি বিজড়িত খোয়াই, করাঙ্গী, বিজনা, রত্না প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক জনপদের নাম। একটি পাতা দুটি কুঁড়ির চির সবুজ চা বাগান, দিগন্ত বিস্তৃত হাওড় এবং জীববৈচিত্রে ভরপুর ঘন বনাঞ্চল এই জনপদকে একটি আলাদা স্বত্বায় দাঁড় করিয়েছে। এই জনপদের মানুষের আরো কাছাকাছি সেবা পৌছে দেয়া তথা তথ্য প্রযুক্তির মাধ্যমে সেবার মান এবং গতিশীলতার জন্য হবিগঞ্জ জেলা প্রশাসন এ ওয়েবসাইট চালু করার উদ্যোগ নিযেছে। এটি শুধু এ জেলার ওয়েব সাইটই নয়, এটি এ জেলার একটি শক্তিশালী তথ্য ভান্ডার, সুশাসন ও ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ পরিক্রমায় রাষ্ট্রকে এক ধাপ এগিয়ে নেয়ার অনুপ্রেরণা। হবিগঞ্জ জেলার ওয়েব সাইটের মাধ্যমে জনগণের সাথে জেলা প্রশাসন, জেলার বিভিন্ন বিভাগ ও সরকারের সাথে চলবে প্রতিনিয়ত মিথষ্ক্রিয়া। এই ওয়েব সাইটের মাধ্যমে জনপ্রশাসনের সাথে একদিকে যেমন জনগণের সম্পৃক্ততা এবং জবাবদিহিতা বাড়বে তেমনি জেলার বিপুল সংখ্যক প্রবাসী যে কোনো তথ্য জানতে ও সমস্যা সম্পর্কে সরাসরি জেলা প্রশাসনকে অবহিত করতে পারবেন এবং প্রতিকার পাবেন।
এই ওয়েব সাইটটি হালনাগাদকরণ ও জনগণের চাহিদামাফিক তথ্যের যোগান দেয়ার জন্য জেলা প্রশাসকের কার্যালয়ে গড়ে তোলা হয়েছে হবিগঞ্জ জেলা ওয়েব পোর্টাল টিম। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে হবিগঞ্জকে খুঁজে পাবেন ঘরের কাছের আঙ্গিনার মতো করে। আশা করি প্রবাসী অধ্যুষিত এ জেলার অধিবাসীগণ এই ওয়েবসাইট থেকে অনেক উপকৃত হবেন।
মাহমুদুল কবীর মুরাদ
জেলা প্রশাসক
হবিগঞ্জ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS