Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Circuit House

সার্কিট হাউস

 

পটভূমিঃ

সুলতান মাহমুদপুর  মৌজার ১ নং খতিয়ানভুক্ত জে.এল. নং ১৭. দাগ নং ১৫৬০৩, জমির পরিমাণ ১.৫০৮৪ এবং দাগ নং ১৫৬০৫, জমির পরিমাণ .৪২০৮ মোট জমির পরিমাণ- ১.৯৩ একর জায়গার উপর পুরাতন সার্কিট হাউজটি হবিগঞ্জ শহরের প্রধান সড়কের পার্শ্বে শহরের মধ্যবর্তী স্থানে স্থাপিত হয়। পরবর্তীতে ১৯৯২ইং সনে মনোরম পরিবেশে একটি দ্বিতল বিল্ডিং স্থাপিত হয়। তৎপরবর্তীতে ১৯৯৮ইং সন হতে  টিনের ছাউনিযুক্ত পুরাতন সার্কিট হাউজের ঘরটিকে ‘‘অবকাশ’’ নামক অফিসার্স ক্লাব হিসেবে ব্যবহার করা হচ্ছে। দক্ষিণ পার্শ্বের পূর্ব কোণায় গাড়ি রাখার জন্য গ্যারেজ আছে।

 

 

 

 

যোগাযোগঃ

ঢাকা হবিগঞ্জ সড়কের ১৯৫ কি.মি. বাস যোগাযোগ রয়েছে। ঢাকা সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ পর্যন্ত সড়ক ও রেলপথ যোযোগ আছে এবং শায়েস্তাগঞ্জ হতে ১৪ কি.মি. সড়ক যোগাযোগ আছে। সার্কিট হাউজের পার্শ্বে জেলা পরিষদ, হবিগঞ্জ সদর থানা ও গনপূর্ত অফিস রয়েছে।

 

 

আবাসন সুবিধা ও রুম ভাড়াঃ

 

 

 

মোট শয়ন কক্ষ ৭টি । ০৪ টি ভিআইপি কক্ষ ও ১টি অভ্যর্থনা কক্ষ আছে। প্রতি সিটের রুমভাড়া ২০ (বিশ)টাকা হারে আদায় করা হয়। নিচতলায় একটি লাউঞ্জে কনফারেন্স রুমে ১০০ (একশত) লোক নিয়ে সভা করার সুবিধা রয়েছে।

 

 

যোগাযোগ:

জনাব মোঃ মেহেদী হাসান

নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি)

মোবাইল: ০১৭৬৬১১৯৬০০

টেলিফোন: ০৮৩১-৬২৩০৬ (অফিস);

 

এনডিসি এর ছুটি কালীন দায়িত্ব পালন করবেন:

 

জনাব মুঃ তানভীর হাসান রুমান

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট

মোবাইল: ০১৭৫২৩৬৯২৯২

 

 

জনাব মো: আব্দুস ছামাদ

জেলা নাজির

মোবাইল: ০১৫৫২-৪৭৫৭৯৭

টেলিফোন: ০৮৩১-৬৩৩৩২

 

সার্কিট হাউজ:

অভ্যর্থনা: ০৮৩১-৬২২২৪