আজ ০২.০৮.২০১৫ খ্রিঃ তারিখ সন্ধ্যা ৮.০০ ঘটিকার সময় জেলা ক্রীড়া সংস্থার পক্ষ হতে নবাগত জেলা প্রশাসক ও সভাপতি, জেলা ক্রীড়া সংস্থা, জনাব সাবিনা আলমকে বরণ বরা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ-সভাপতির সভাপতিত্বে ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জনাব ফরহাদ হোসেন কলির সঞ্চালনায় ক্রীড়া সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা নূতন জেলা প্রশাসককে স্বাগত জানান এবং ক্রীড়াক্ষেত্রে সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব সাবিনা আলম বলেন, তিনি আন্তরিকভাবে হবিগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনকে প্রাণচঞ্চল ও সচল রাথবেন এবং এ জন্য সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
পরিশেষে ফুলের তোড়া দিয়ে ক্রীড়া সংস্থার পক্ষ হতে প্রধান অতিথি ও জেলা প্রশাসককে ক্রীড়া সংস্থার সভাপতি হিসেবে বরণ করে নেয়া হয়।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS