রাজস্ব শাখা এবং অর্পিত সম্পত্তি (ভি. পি.) সেল, হবিগঞ্জ
ভি,পি সেল এর সিটিজেন চার্টারঃ
ক) হবিগঞ্জ পৌরসভা এলাকার অর্পিত সম্পত্তির একসনা লীজ/লীজ নবায়ন।
খ) জেলা ও উপজেলার অর্পিত সম্পত্তি সংক্রান্ত দেওয়ানী মামলা ও মহামান্য হাইকোর্টের সরকারি মামলা সংক্রামত্ম পত্রালাপ।
গ) অর্পিত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনার অফিসের সাথে পত্রালাপ।
ঘ) উপজেলা পর্যায়ে অর্পিত সম্পত্তি সংক্রান্ত লীজসহ যাবতীয় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি।
ঙ) নবায়নের দরখাস্ত এর প্রতিটির জন্য কোর্ট ফি বাবদ- ১০/- টাকা ।
চ) শাখার যে কোন সমস্যা উক্ত শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অবহিত করার জন্য অনুরোধ করা হলো ।
ছ) অর্পিত সম্পতি অবমুক্তির মামলা গ্রহণ ও রায় প্রদান।
১. জেলা পৌর এলাকার অপির্ত সম্পত্তির একসনা লীজ/লীজ নবায়নের আবেদন প্রাপ্তির ০১ (এক) দিনের মধ্যে নথিতে উপস্থাপন করা হয় এবং তদন্ত প্রতিবেদন প্রাপ্তির ০৭ (সাত) দিনের মধ্যে নাবায়ন করা হয়।
২. জেলা উপজেলা অপির্ত সম্পত্তি সংক্রান্ত দেওয়ানী মামলা ও মহামান্য হাইকোটের মামলা সংক্রান্ত সরকারি স্বাথ সংক্রান্ত পত্রালাপ।
৩. অপির্ত সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ভূমি মন্ত্রণালয় ও বিভাগীয় কমিশনার মহোদয়ের অফিসের সাথে পত্রালাপ।
৪. উপজেল পযার্য়ের অপির্ত সম্পত্তি সংক্রান্ত লীজসহ যাবতীয় আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি।
৫. নবায়নের দরখাস্তের প্রতিটির জন্য কোট ফি ৫/- টাকা।
৬. জরুরী যোগাযোগ সহকারী কমিশনার অপির্ত সম্পত্তি সেল।
0
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS