Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
শিক্ষা ও কল্যাণ শাখা
Details

শিক্ষা ও কল্যাণ শাখা


Citizen Service

ক্রঃ নং

সেবার নাম

সেবা প্রদানের পদ্ধতি

সেবা প্রদানের সময়সীমা

নিদিষ্ট সেবা প্রদানে ব্যর্থ হলে প্রতিকারের বিধান।

০১

০১। পাবলিক পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ক

০২। প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা

ক) সব ধরনের পাবলিক পরীক্ষা শুরুর পূর্বে সংশ্লিষ্টদের নিয়ে প্রস্ত্ততিমূলক সভা পূর্বক নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহন করা হয়। এছাড়া সুষ্ঠু পরীক্ষা চলাকালীন সময়ে নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়।

খ) বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার গভণিংবডি গঠনে নির্বাচন পরিচালনার জন্য প্রিজাইডিং অফিসার নিয়োগ করা হয়।

যত দ্রুত সম্ভব

 

০২

ক্রীড়া, সাংস্কৃতিক ও শিল্পকলা একাডেমী বিষয়ক কার্যক্রম

মন্ত্রনালয় হতে চাহিত ক্রীড়া বিষয়ক বিভিন্ন কার্যক্রম সম্পর্কিত তথ্য জেলা ক্রীড়া অফিস, কুমিল্লা হতে সংগ্রহ পূর্বক প্রেরণ এবং শিল্পকলা একাডেমী সুষ্ঠু ব্যবহারে তদারকি ও নির্দেশনা প্রদানসহ নির্ধারিত ফির মাধ্যমে শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠান পরিচালনার অনুমতি প্রদান

যত দ্রুত সম্ভব

 


Duties

০১। পাবলিক পরীক্ষা ব্যবস্থাপনা বিষয়ক
০২। প্রাথমিক ও মাধ্যমিক পরীক্ষা
০৩।ক্রীড়া, সাংস্কৃতিক ও শিল্পকলা একাডেমী বিষয়ক কার্যক্রম।


Contact
জেলা প্রশাসকের কার্যালয, ২য় তলা, হবিগঞ্জ। 
Others

0


Image
www.habiganj.gov.bd/dcoffice_section/894b00d5_0758_11e7_a6c5_286ed488c766/Edu & Welfare.jpg
Staffs
Acting Officer