বিদ্যালয়ে ৮৪ শতক ভূমি রেজিস্ট্রেশনকৃত ও দখলকৃত। ১০ শতাংশ ভূমিতে বিদ্যালয় গৃহ এবং বাকী ৬০ শতক জমিতে খোলা মাঠ ও গাছ গাছালীতে ঘেরা, বিদ্যালয় ঘেঁষে পাকা রাস্তা তিনতলা ফাউন্ডেশন বিশিষ্ট দ্বিতল ভবন।
বিদ্যালয় নির্মানের পূর্বে কোন শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা। তৎসময়ে বর্তমান ক্যাচম্যান্ট এরিয়া শ্রীকুটা গ্রামে একজনের নিজস্ব ভুমিতে এ বিদ্যালয়টি ছিল। পরে বালিয়াড়ী গ্রামে ৮৪ শতক রেজিস্ট্রেশানকৃত ভূমিতে স্থানান্তরিত হয় কিন্তু বিদ্যালয়ের নামের পরিবর্তন করা হয়নি।
শ্রেণি | শিশু | ১ম | ২য় | ৩য় | ৪র্থ | ৫ম | সর্বমোট | ||||||||||||||
সংখ্যা | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট | ছাত্র | ছাত্রী | মোট |
|
|
|
| ৩০ | ৩২ | ৬২ | ৪১ | ২১ | ৬২ | ২৮ | ৩৬ | ৬৪ | ১৯ | ২২ | ৪১ | ১৩ | ১৯ | ৩২ | ১৩১ | ২৬১ |
১২সদস্য বিশিষ্ট ২ বছর মেয়াদী পরিচালনা কমিটি। ২০১২ খ্রিঃ সনের ডিসেম্বর মাসে মেয়াদ শেষহবে। সভাপতি জনাব এডভোকেট আফরাজ আফগান।
বিগত ৫ বছরের সমাপনী : |
২০০৭-১০০%, ২০০৮-১০০%, ২০০৯-১০০%, ২০১০-১০০%, ২০১১-১০০% |
পাবলিক পরীক্ষার ফলাফল : |
২০০৯-১০০%, ২০১০-১০০%, ২০১১-১০০% |
২০১২ সনে ১৩০ জন উপবৃত্তি সু্বিধাভোগী। পরিবারের সংখ্যা ১২৪ টি।
বিগত ৩ বছর২টি করে বৃত্তিলাভ।
যেহেতু বিদ্যালয়ে ১২টি কক্ষ ও পর্যাপ্ত জায়গা আছে সেহেতু ভবিষ্যতে এ বিদ্যালয়টিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে রূপান্তরিত করা।
মোবাইল-০১৭২২-৯০৩৬২৯
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস